ঋষভ পন্থ। ছবি: টুইটার থেকে
করোনা আক্রান্ত হলেন আনরিখ নোখিয়া। দিল্লি ক্যাপিটালস দলের এই পেসার প্রথম ম্যাচ খেলেননি নিভৃতবাসে থাকার কারণে। বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ফলে সমস্যায় আইপিএলের ভবিষ্যত।
গত শনিবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লির। নিভৃতবাসে থাকার কারণে সেই ম্যাচে খেলেননি তিনি। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। সেই ম্যাচেও নোখিয়াকেও পাবে না ঋষভ পন্থরা। নোখিয়াকে ছাড়াই ধোনির বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় দিল্লি। তবে দক্ষিণ আফ্রিকার এই পেসারকে দ্রুত দলে ফেরত চাইবেন পন্থরা।
ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের পরিবর্তে নোখিয়াকে দলে নেয় দিল্লি। গত বারের আইপিএল-এ ১৬ ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন তিনি। আইপিএল-এর ইতিহাসে সব চেয়ে দ্রুততম বল করেছিলেন তিনি। গতি ছিল ১৫৬.২২ প্রতি কিলোমিটার।
গত বারের আইপিএল-এ ১৬ ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন আনরিখ নোখিয়া। ছবি: টুইটার থেকে