IPL

ক্রিস গেলের সঙ্গে পাল্লা দিলেন সাড়ে ৫ ফুটের 'ইউনিভার্স বস'

পুরনো দল আরসিবি-র বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৪৬ রান করেন ‘ইউনিভার্স বস’। অন্যদিকে চহাল ৩৪ রান দিয়ে ১টি উইকেট নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৬:৩৬
Share:

এক ফ্রেমে ক্রিস গেল ও যুজবেন্দ্র চহাল। ছবি - টুইটার

দল বদল করলেও যুজবেন্দ্র চহালের সঙ্গে ক্রিস গেলের বন্ধুত্ব একই রকম রয়ে গিয়েছে। সেটা আরও একবার পরিষ্কার হয়ে গেল। শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৪ রানে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও খেলার শেষে দুই বন্ধুর দেখা হতেই বাইশ গজের সেই গনগনে আঁচ একেবারে উধাও। দুজন চুটিয়ে আড্ডা দেওয়ার সঙ্গে, ক্যামেরার সামনে পোজও দিলেন। সেই ছবি নেট মাধ্যমে এখন ভাইরাল।

Advertisement

গেল ও চহালের শরীর কেমন ও এই দুজন কেমন শরীর চর্চা করেন সেটা সকলেই জানে। যদিও সেই সবের পাত্তা না দিয়েই গেলের সেই মস্ত শরীরের সঙ্গে পাল্লা দিলেন বিরাট কোহলীর দলের এই লেগ স্পিনার। তৈরি হল এক মজাদার মুহূর্ত।

গত ম্যাচে শুধু জয় নয়। পুরনো দল আরসিবি-র বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৪৬ রান করেন ‘ইউনিভার্স বস’। অন্যদিকে চহাল ৩৪ রান দিয়ে ১টি উইকেট নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement