পরস্থিতি আয়ত্তে এলে আইপিএল-এর বাকি ম্যাচ আয়োজন করতে চান বিসিসিআই প্রধান। ফাইল চিত্র
করোনার জন্য স্থগিত আইপিএল। তবে বছরের কোনও সময় পরিস্থিতি আয়ত্তে এলে আইপিএল-এর বাকি ৩০ ম্যাচ আয়োজন করতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশ জুড়ে কোভিড লাফিয়ে লাফিয়ে বাড়লেও প্রতিযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিসিসিআই প্রধান। কিন্তু গত কয়েক দিনে একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য এবং জৈব বলয় ভেদ করে করোনার আগমন ঘটায় শেষ পর্যন্ত পিছিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সৌরভ বলেন, “আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য অবশেষে আইপিএল মাঝ পথে থামিয়ে দিতে হল। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেওয়া হল না। তবে এখনও সময় হাতে আছে। যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে বছরের কোনও না কোনও সময় বাকি ৩০ ম্যাচ আয়োজন করার চেষ্টা করব।'”