AB de Villiers

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এবি ডিভিলিয়ার্স

আন্তর্জাতিক ক্রিকেটে কি দক্ষিণ আফ্রিকার হয়ে আবার দেখা যাবে এবি ডিভিলিয়ার্সকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৮:৪৬
Share:

এবি ডিভিলিয়ার্স। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে কি দক্ষিণ আফ্রিকার হয়ে আবার দেখা যাবে এবি ডিভিলিয়ার্সকে। সে রকমই ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের কোচ মার্ক বাউচার। জানিয়েছেন, এ বারের আইপিএল-এ আসার আগে ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর কথাও হয়েছে।

Advertisement

এক সাক্ষাৎকারে বাউচার বলেছেন, “ও আইপিএল-এ যাওয়ার আগে এই ব্যাপারে কথা হয়। আলোচনা বেশ ভাল জায়গায় রয়েছে। এবি চাইছে আইপিএলে ভাল খেলে বাকি দুনিয়াকে দেখিয়ে দিতে যে ও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষমতা রাখে। এখনও বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে।”

বাউচারের সংযোজন, “আমি ওকে বলেছি, ‘যাও, আইপিএল-এ গিয়ে নিজের কাজ করো। প্রতিযোগিতা শেষের মুখে তোমার সঙ্গে ফের এ নিয়ে কথা বলব।’ এটুকু বলতে পারি, আমরা সবাই ওর সঙ্গে রয়েছি।”

Advertisement

৩৭ বছরের ডিভিলিয়ার্স আইপিএলের প্রথম ম্যাচে ৪৮ করলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। ২০১৮-এ আচমকা অবসর নেওয়ার আগে দেশের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি একদিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement