IPL 2020

চহালের বোলিং দেখে আবার মাঠে ফিরতে চান যুবি

কেকেআরের বিরুদ্ধে যুজবেন্দ্র চহাল ৪ ওভার বল করে ১২ রানের বিনিময়ে একটি উইকেট নেন। তাঁর গুগলিতে ঠকে যান কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৭:৩২
Share:

চহাল ও যুবরাজ। — ফাইল চিত্র।

এবি ডিভিলিয়ার্সের ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement

বিরাট কোহালির দলের বোলারদের মধ্যে ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। যুজবেন্দ্র চহাল ৪ ওভার বল করে ১২ রানের বিনিময়ে একটি উইকেট নেন। তাঁর গুগলিতে ঠকে যান কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক।

ব্যাঙ্গালোরের এই জয়কে দলগত পারফরম্যান্সের জয় বলে সোশ্যাল মিডিয়ায় টুইটও করেন চহাল। লেগ স্পিনারের টুইট দেখে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ মজা করে পাল্টা টুইট করেন, ‘তুই কাউকে মারতেই দিচ্ছিস না। মনে হচ্ছে ময়দানে আবার ফিরতে হবে। গ্রেট স্পেল যুজি টপ ক্লাস’।

Advertisement

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের রান্নাঘরে ৪ সপ্তাহ, ভবিষ্যতের ১১ প্রতিনিধি

শারজায় দুরন্ত স্পেল করার জন্য রসিকতার ছলে চহালের প্রশংসাই করলেন যুবি। চহালও সঙ্গে সঙ্গে টুইট করেন, ‘তিন বলে তিন ছক্কার কথা আমি এখনও ভুলিনি’। ২০১৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়ে চহালকে তিন বলে তিনটি ছক্কা মেরেছিলেন যুবি। সেই ঘটনাই উল্লেখ করেন চহাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement