জুটিতে দুরন্ত ডি’ভিলিয়ার্স এবং কোহালি। ছবি: সোশ্যাল মিডিয়া
শারজার মাঠে ঝড় তুললেন এবি ডিভিলিয়ার্স। ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। এবিডি ও ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি দলের প্রয়োজনের সময় ৪৯ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন। আর তার ফলে জুটিতে তিন হাজার রান পূর্ণ করলেন বিরাট এবং এবি।
দুই তারকার পার্টনারশিপের সৌজন্যে কলকাতার বিরুদ্ধে ব্যাঙ্গালোর করে ১৯৪ রান। এ বারের আইপিএলে এটাই দু’জনের প্রথম শতরানের পার্টনারশিপ। মোট দশ বার তাঁরা এই মাইলফলক অতিক্রম করেছেন। ২০০ রানের পার্টনারশিপও রয়েছে দু’টি।
ডিভিলিয়ার্স এ দিন মারমুখী মেজাজে ব্যাটিং করেন। কিন্তু কোহালি শুরু থেকে টাইমিং করতে পারছিলেন না। বুদ্ধিমত্তার পরিচয় দেন কোহালি। তিনি অ্যাঙ্করের কাজ করে যান। ডিভিলিয়ার্স ছন্দে রয়েছেন দেখে তাঁকেই স্ট্রাইক দিচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার তারকা কলকাতার বোলারদের মাঠের যত্রতত্র ছুড়ে ফেললেন। কোহালি শেষ পর্যন্ত ২৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। সাত ম্যাচে এবিডির সংগ্রহ ২২৮ রান।
আরও পড়ুন: পাঁজরে চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন ইশান্ত
আরও পড়ুন: আইপিএলের আঙিনায় বিহু নাচ, অহমিয়া রিয়ানের সেলিব্রেশন