IPL 2020

এ বার চ্যাম্পিয়ন হবে কলকাতা, বললেন ভন

২৩ সেপ্টেম্বর কলকাতার প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রোহিত শর্মার দলের অবশ্য সেটি দ্বিতীয় ম্যাচ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৩
Share:

প্রস্তুতিতে তুলির শেষ টান দিচ্ছেন নাইটরা। ছবি —কেকেআরের ফেসবুক পেজ থেকে।

এ বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এমনই ভবিষ্যদ্বাণী করলেন দু’বারের আইপিএল চ্যাম্পিয়নদের নিয়ে।

Advertisement

২৩ সেপ্টেম্বর কলকাতার প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রোহিত শর্মার দলের অবশ্য সেটি দ্বিতীয় ম্যাচ হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের সামনে মুম্বই। ফলে দ্বিতীয় ম্যাচে নামার আগে আমিরশাহির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবে চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে ভনের মতে, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে হলেও এ বারের টুর্নামেন্ট জিততে কোন‌ও সমস্যা হবে না কলকাতার।

আইপিএল শুরুর আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে এসেছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রাক্তন কিউয়ি অধিনায়কের কোচিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আত্মবিশ্বাসী।

Advertisement

আরও পড়ুন: এ বার কি আইপিএলে চার-ছয় কমবে? তেমনই প্রশ্ন উঠছে তিন স্টেডিয়াম দেখে

কেকেআর দলে এ বার ভারসাম্য রয়েছে। একদিকে যেমন রয়েছেন টেস্টের ক্রমতালিকায় এক নম্বর বোলার প্যাট কামিন্স, অন্য দিকে রয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিক, নীতীশ রানা, কুলদীপ যাদব, সুনীল নারিন, শুভমন গিলদের উপস্থিতিতে গভীরতা রয়েছে দলে। ভন বলেছেন, ‘‘সুনীল নারিন, কুলদীপ যাদব, প্যাট কামিন্স হয়তো সব ম্যাচ খেলবে না। তাতেও সমস্যা হওয়ার কথা নয় কলকাতার।দলে কোয়ালিটি প্লেয়ার অনেক। এ বারের চ্যাম্পিয়ন কেকেআর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement