Krishnamachari Srikkanth

স্পিনারদের ভূমিকা কিন্তু বড় হচ্ছে

এ বারের আর একটা সফল দল, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল খেলছে লেগস্পিনার রাহুল চাহার। পাশাপাশি রয়েছে বাঁ-হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্যর নিখুঁত নিশানায় বোলিং। দু’দিক থেকেই চাপ থাকলে রান তোলা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বড় শট খেলা ছাড়া উপায় থাকে না। যা আবু ধাবি এবং দুবাইয়ের বড় মাঠে ঝুঁকির হয়ে দাঁড়ায়।

Advertisement

কৃষ্ণমাচারী শ্রীকান্ত

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০৫:৪৭
Share:

লেগস্পিনার যুজ়বেন্দ্র চহালের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ছবি পিটিআই।

কোনও সন্দেহ নেই, স্পিন ধীরে ধীরে রাজত্ব কৈরা শুরু করেছে এ বারের আইপিএলে। যতই কিছু বড়, বড় স্কোর হোক বা দারুণ রান তাড়া দেখতে পাই না কেন, ইনিংসের মাঝের সময়টা কিন্তু স্পিন দাপট দেখাচ্ছে। পরিসংখ্যান হয়তো ঠিক ছবিটা তুলে ধরবে না, কিন্তু পয়েন্ট টেবলে চোখ বোলালে স্পিনের আধিপত্যটা পরিষ্কার হয়ে যায়।

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভাল অবস্থায় আছে লেগস্পিনার যুজ়বেন্দ্র চহালের সৌজন্যে। ওর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। না হলে এক জন স্পিনার বল ফ্লাইট করিয়ে ব্যাটসম্যানদের বড় শট খেলার আমন্ত্রণ জানাবে না। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায়, যেখানে ব্যাটসম্যানরা সব সময় বড় শট খেলার অপেক্ষায় আছে।

চহালের বোলিংয়ের বিশেষত্ব হল, ও সব সময় উইকেটের সন্ধানে থাকে। আমার পরিষ্কার কথা, রান রেট কমাতে চাও তো বিপক্ষের উইকেট তোলো। চহালকে খুব ভাল সহায়তা করছে অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। এক দিকে রান আটকে রাখছে। যার ফলে ব্যাটসম্যানরা অন্য প্রান্তের বোলারদের বিরুদ্ধে শট খেলার চেষ্টা করছে ঝুঁকি নিয়ে। আর ভুলও করছে।

Advertisement

আরও পড়ুন: হালেপকে হারিয়ে চমক শিয়নটেকের

যখন থেকে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট শুরু হয়েছে, তখন থেকেই স্পিনারদের খুব বড় ভূমিকা রয়েছে। আব্দুল কাদির, মুস্তাক আমেদ, সাকলিন মুস্তাক, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন— এরা সবাই নিজেদের ছাপ রেখে গিয়েছে। এ বারের আইপিএলেও সেই একই ছবি দেখা যাচ্ছে। রবি বিষ্ণোইয়ের মতো তরুণ স্পিনারকে দেখে খুব ভাল লাগছে। বিপক্ষে ব্যাট হাতে কোন বড় নাম আছে, তা না দেখে নিজের কাজটা করে যাচ্ছে। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে একটা ভাল দিক।

আরও পড়ুন: বিরাটদের নিয়ে ভেবে চাপ বাড়াতে নারাজ দিল্লি​

এ বারের আর একটা সফল দল, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল খেলছে লেগস্পিনার রাহুল চাহার। পাশাপাশি রয়েছে বাঁ-হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্যর নিখুঁত নিশানায় বোলিং। দু’দিক থেকেই চাপ থাকলে রান তোলা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বড় শট খেলা ছাড়া উপায় থাকে না। যা আবু ধাবি এবং দুবাইয়ের বড় মাঠে ঝুঁকির হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: ইপিএলে বড়দের বড় হারের দিন​

এমনকি গত কাল শারজায় কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলাতেও দিল্লির লেগস্পিনার অমিত মিশ্র ছাপ রেখে গিয়েছে। বিশাল রানের খেলাতেও দু’ওভারে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে অমিত। রান কম দিয়েছে আর তুলে নেয় শুভমন গিলের গুরুত্বপূর্ণ উইকেট। আমি জানি, এই রকম পরিস্থিতিতে স্পিনারদের কাজটা কখনওই সোজা নয়। কিন্তু কয়েক জন সিংহহৃদয় স্পিনার দেখিয়ে দিয়েছে, ২০ ওভারের খেলাতেও ছাপ ফেলা যায়। (টিসিএম)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement