এই সেই মূহূর্ত। সূর্যের দিকে তাকিয়ে কোহালি। ছবি-টুইটার।
চাপের মুখে রুখে দাঁড়িয়ে দলকে জেতালেন। আবার বিরাট কোহালির স্লেজিং সামলালেন ঠান্ডা মাথায়। আবু ধাবির সূর্যকুমার যাদবকে দেখে অভিভূত সবাই। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন তিনি। সূর্যকুমার যে পরিণত ব্যাটসম্যান হয়ে উঠেছেন, সেই চর্চাই চলছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বইয়ের ইনিংসের ১৩তম ওভারের ঘটনা। ডেল স্টেনের পঞ্চম বলে বাউন্ডারি মারেন সূর্যকুমার। পরের বলটা কভারে মারেন তিনি। সেখানে ফিল্ডিং করছিলেন বিরাট। সূর্যকুমারের মারা শট সরাসরি তাঁর হাতে পড়ে। সেই শট থেকে কোনও রান হয়নি। বলটা ধরে কোহালি সটান হাঁটা লাগান সূর্যকুমারের দিকে। তাঁর দিকে কয়েক সেকেন্ড টানা তাকিয়ে ছিলেন ব্যাঙ্গালোর অধিনায়ক।
সেই ঠান্ডা চাহনি দিয়ে সূর্যকুমারের মনোযোগ নষ্ট করতে চেয়েছিলেন কোহালি। মুম্বইয়ের ম্যাচ জয়ের নায়কও চোখ সরাননি কোহালির থেকে। ব্যাঙ্গালোর অধিনায়ক এসে দাঁড়ান ঠিক সূর্যকুমারের পাশে। সূর্যও কিছু ক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে সেই জায়গা ছেড়ে এগিয়ে যান অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা তাঁর সতীর্থর কাছে।
কোহালির পাতা ফাঁদে পা দেননি সূর্যকুমার। মাথা ঠান্ডা রেখে ইনিংস নিয়ন্ত্রণ করে মুম্বইকে জয় এনে দেন সূর্যকুমার। তাঁর এই পরিণত ইনিংসের প্রশংসা হচ্ছে এখন।