Sachin Tendulkar

শ্রেয়সের নেতৃত্ব মুগ্ধ করেছে সচিনকেও  

চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া অমিত মিশ্রের জায়গায় দিল্লির হয়ে খেলেন অক্ষর পটেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০৫:১৯
Share:

ছবি পিটিআই।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৯ রানে হারের পরে এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাধিক ক্যাচ ফেলা নিয়ে একইসঙ্গে বিরক্ত ও অনুতপ্ত অধিনায়ক বিরাট কোহালি। দিল্লির বিরুদ্ধে ৩০ রানের মাথায় মার্কাস স্টয়নিসের ক্যাচ ফেলেন যুজ়বেন্দ্র চহাল। সেই স্টয়নিস ২৬ বলে ৫৩ রান করেছেন।এর আগে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কে এল রাহুলের ক্যাচ দু’বার ফেলেন বিরাট। তার জন্য তিনি অনুতপ্ত।

Advertisement

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘খেলার মধ্যে এই সুযোগগুলোকে কাজে লাগাতেই হবে। এমন নয় যে কঠিন ক্যাচ পড়ছে। আমাদের ফেলে দেওয়া ক্যাচগুলো সহজই ছিল। যার ফল ভুগতে হয়েছে।’’ যোগ করেছেন, ‘‘স্টয়নিসকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম। আর তা কাজে লাগিয়ে ও আমাদের থেকে ম্যাচটা নিয়ে গেল।’’ কোহালি আরও বলেন, ‘‘প্রথম ছয় ওভার ওরা দারুণ খেলেছে। তার পরে আট ওভার আমরা চালকের আসনে ছিলাম। কিন্তু শেষ দিকে, ওরা ম্যাচে ফেরে।’’

এ পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে আরসিবি। যে দুই ম্যাচে তারা হেরেছে, সেই দুই ম্যাচেই বড় রান তাড়া করতে হয়েছে কোহালির দলকে। যে প্রসঙ্গে আরসিবি অধিনায়ক বলেছেন, ‘‘বড় রান তাড়া করতে গেলে লম্বা জুটি দরকার। যদি শেষ ১০ ওভারে আমাদের হাতে ৭-৮ উইকেট থাকত, তা হলে খেলাটা জমে যেত।’’

Advertisement

আরও পড়ুন: স্বীকৃতি পাইনি কৃষ্ণাঙ্গ বলেই, তোপ সেরিনার​

দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয়ের পরে উল্লসিত। তাঁর কথায়, ‘‘ভয়ডরহীন ক্রিকেট খেলাই আমাদের পরিকল্পনা। দলে তরুণ প্রতিভার দুর্দান্ত প্রয়োগ হচ্ছে। এই ছন্দটা ধরে রাখতে হবে।’’ শ্রেয়সের অধিনায়কত্বে মুগ্ধ সচিন তেন্ডুলকরও। কিংবদন্তি ক্রিকেটার টুইট করেছেন, “শ্রেয়স যেভাবে ম্যাচের পরিস্থিতি অনুধাবন করে বোলিং পরিবর্তন করেছে, সেটা দারুণ। সেই কারণেই আরসিবি ব্যাটসম্যানেরা আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করতে পারেনি।” দিল্লির ওপেনার পৃথ্বী শ-ও বলছেন, ‘‘ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব পরিকল্পনামাফিক হচ্ছে। আমরা ঠিক পথেই এগোচ্ছি।’’

আরও পড়ুন: নানা প্রশ্নে বিদ্ধ কার্তিকের বড় পরীক্ষার ধ্বনি

চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া অমিত মিশ্রের জায়গায় দিল্লির হয়ে খেলেন অক্ষর পটেল। তিনি উচ্ছ্বসিত কঠিন সময়ে আর অশ্বিনের মতো বিখ্যাত স্পিনারের থেকে প্রেরণা পেয়ে।

আরও পড়ুন: ম্যান ইউয়ে কাভানি, ব্যস্ত ছিলেন ব্যালে নিয়ে​

আইপিএলের টুইটার হ্যান্ডলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অশ্বিনকে বলেছেন, ‘‘তোমার (অশ্বিন) থেকেই প্রেরণা পেয়েছি। কেউ দু’-তিনটি ছক্কা মারলেই আজকাল ক্যারম বল করার চেষ্টা করছি। এই ব্যাপারটা ধরে রাখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement