দিল্লির বিরুদ্ধে ব্যাটে ঝড় তুললেন ঋদ্ধি।
দিল্লির বিরুদ্ধে অসাধারণ ইনিংসের জন্য এ বার ভারতের হেড কোচের প্রশংসা পেলেন ঋদ্ধিমান সাহা। টুইট করে ‘বিশ্বের সেরা উইকেটকিপার’কে অভিনন্দন জানিয়েছেন রবি শাস্ত্রী।
জনি বেয়ারস্টোর অনুপস্থিতিতে মঙ্গলবার সানরাইজার্স হাযদরাবাদের হয়ে দিল্লির বিরুদ্ধে ওপেন করতে নামেন ঋদ্ধিমান। মূলত তাঁর ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে বিশাল স্কোর খাড়া করে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে প্রথম উইকেটে ৯.৪ ওভারে ১০৭ রানের পার্টনারশিপে গড়েন তিনি। ঋদ্ধির ইনিংসে ছিল এক ডজন বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি।
আইপিএলে ঋদ্ধির তৃতীয় সর্বোচ্চ রানে ভর করে সানরাইজার্স ২১৯ রানের বিশাল স্কোর করে। ব্যাট করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে নাজেহাল হয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় দিল্লি। ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন আফগান লেগস্পিনার। এই জয়ের ফলে হায়দরাবাদ যে শুধু প্লে অফের দৌড়ে টিকে থাকল তাই নয়, আগামী কয়েক ম্যাচের জন্য ওপেনিং জুটিও পেয়ে গেল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নিজেকে প্রমাণ করতে করতেই কেরিয়ারের অর্ধেক শেষ ঋদ্ধিমানের
ঋদ্ধির অসাধারণ ইনিংসের পর শাস্ত্রী টুইট করে বলেন, ‘অসাধারণ পারফরম্যান্স! বিশ্বের সেরা উইকেটকিপারকে অভিনন্দন’।
চলতি আইপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেললেন ঋদ্ধিমান। প্রথম ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩০ রান করেন তিনি। সে ম্যাচ অবশ্য হেরে যায় হায়দরাবাদ। মঙ্গলবারের ম্যাচের সেরা হয়ে ঋদ্ধি বলেন, “দ্বিতীয় বার সুযোগ পেয়ে আমি স্রেফ তা কাজে লাগাতে চেয়েছিলাম। পাওয়ার প্লে-টা কাজে লাগাতে চেয়েছিলাম” এই জয়ের ফলে ১২ পয়েন্টে পৌঁছল হায়দরাবাদ। শেষ দুই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত ওয়ার্নারদের।