ঘোষণা: এখনই অবসর নিচ্ছেন না ধোনি। আইপিএল
মাত্র একটা মন্তব্য। আর তাতেই ঝড় উঠে গেল রবিবারের দুপুরে। সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট মহলে সাড়া পড়ে গেল ওই মন্তব্যে— ‘অবশ্যই নয়’।আবু ধাবিতে চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে টসের পরেই মহেন্দ্র সিংহ ধোনিকে প্রশ্নটা করেছিলেন সঞ্চালক ড্যানি মরিসন। সিএসকে অধিনায়ককে নিউজ়িল্যান্ডের প্রাক্তন পেসার প্রশ্ন করেন, ‘‘হলুদ জার্সিতে এটাই কি তোমার শেষ ম্যাচ হতে চলেছে?’’ যা শুনে সামান্য হেসে ধোনির জবাব, ‘‘অবশ্যই নয়।’’ ব্যস, মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটা। আইপিএল থেকে অবসর নিচ্ছেন না ধোনি। পরের আইপিএলেও চেন্নাই জার্সিতে খেলতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। টুইটারে ‘ট্রেন্ড’ হতে থাকে ধোনির এই মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে ভক্তদের স্বস্তি এবং ভালবাসার বার্তা।
ধোনি যে শুধু পরের আইপিএলে খেলবেন, তা নয়। চেন্নাইকে তিন বার আইপিএল এনে দেওয়া অধিনায়ক পরের ১০ বছরে দল কী রকম হতে পারে, তা নিয়েও পরিকল্পনা শুরু করেছেন। ম্যাচের পরে ধোনি বলেন, ‘‘দেখা যাক, পরের নিলামের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। আমাদের পরের ১০ বছরের কথা ভেবে এগোতে হবে।’’ সিএসকে ভক্তদের জন্য তাঁদের অধিনায়কের বার্তা, ‘‘পরের বার আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’’