IPL 2020

‘হাউ হ্যান্ডসাম!’ উদ্বোধনী ম্যাচে ধোনির এমন প্রশংসা কার!

দীর্ঘদিন পর ধোনিকে খেলতে দেখার উচ্ছ্বাস গোপন রাখেননি স্ত্রী সাক্ষী।। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন ধোনির ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৮
Share:

গালে দাড়ি, নতুন চেহারায় ধোনি। ছবি টুইটার থেকে নেওয়া।

শনিবার আবু ধাবিতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। শুধু তাঁর সমর্থকরাই নন, ফের ক্রিকেট মাঠে এমএসডি-কে দেখার অপেক্ষায় ছিলেন আরও একজন। স্ত্রী সাক্ষী।

দীর্ঘদিন পর ধোনিকে খেলতে দেখার উচ্ছ্বাস গোপন রাখেনওনি তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনির ছবি। সঙ্গে লিখেছেন, “হাউ হ্যান্ডসাম!” সাক্ষীর সেই পোস্ট সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

সাক্ষী যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতে মাইক হাতে কথা বলছেন সিএসকে অধিনায়ক। তাঁকে রীতিমতো ফিট দেখাচ্ছে। টস হওয়ার সময় ম্যাচ রেফারির সঙ্গে উপস্থিত মুরলী কার্তিককে অবাক করেছে ধোনির বাইসেপস। টানটান চেহারার ধোনিকে অবশ্য দেখা গিয়েছে দাড়ির নতুন স্টাইলে। এই ‘নিউ-লুক’ ভক্তদের মধ্যে আলোড়নও তুলেছে। আর তা যে সাক্ষীরও পছন্দ হয়েছে, তা পোস্টেই প্রতিফলিত।

Advertisement

সাক্ষীর ইনস্টাগ্রাম পোস্ট।

আরও পড়ুন: ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক হিসেবে এই ক্রিকেটারের নাম করলেন গাওস্কর​

Advertisement

আরও পড়ুন: বোলিং ডোবাবে? আনন্দবাজার ডিজিটালের প্রশ্নে কী বললেন নাইট কোচ

আইপিএলে শুরুটাও ভাল হয়েছে ধোনির। প্রথম ম্যাচেই পাঁচ উইকেটে এসেছে জয়। যদিও ব্যাট হাতে দুই বলের বেশি খেলতে হয়নি তাঁকে। কোনও রান আসেনি ওই দু’বলে। তবে ডিসিশন রিভিউ সিস্টেম নেওয়াই হোক বা ব্যাটিং অর্ডারে স্যাম কুরানকে এগিয়ে দেওয়া বা বোলিং বদলের মুন্সিয়ানা, তিনি দেখিয়েছেন ক্রিকেট-মস্তিষ্ক আগের মতোই ক্ষুরধার রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement