বিশ্বজয়ীর চোখে
Kings XI Punjab

মুজিবকে খেলাক কিংস ইলেভেন

ম্বই নিঃসন্দেহে অন্যতম ভাল দলগুলোর একটা। তবে তিনটের মধ্যে দুটো ম্যাচই হেরেছে রোহিত শর্মার দল। অন্য দিকে, পঞ্জাবও তিনটের মধ্যে দুটো ম্যাচে হেরে নামছে।

Advertisement

কৃষ্ণমাচারী শ্রীকান্ত

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০৪:৩৮
Share:

সংগৃহীত চিত্র।

আইপিএলের শুরুর দিকেই বেশ উত্তেজক ক্রিকেট দেখা যাচ্ছে। আমরা কিছু দারুণ আগ্রাসী ব্যাটিং দেখেছি, ভাল বোলিং দেখেছি। আইপিএল এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে প্রতিটা ম্যাচেরই গুরুত্ব অনেক। যে কারণে, আজ, বৃহস্পতিবারের মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।

Advertisement

মুম্বই নিঃসন্দেহে অন্যতম ভাল দলগুলোর একটা। তবে তিনটের মধ্যে দুটো ম্যাচই হেরেছে রোহিত শর্মার দল। অন্য দিকে, পঞ্জাবও তিনটের মধ্যে দুটো ম্যাচে হেরে নামছে। তবে পঞ্জাব কিন্তু কোনও ম্যাচে একপেশে হারেনি। বরং, দুটো হারা ম্যাচই ওরা জিততে পারত। পঞ্জাবের লক্ষ্য থাকবে, ম্যাচ শেষ করে ফেরা। আত্মবিশ্বাস ফিরে পেতে গেলে গত বারের চ্যাম্পিয়ন মুম্বইকে এই ম্যাচটা জিততে হবে।

আবু ধাবিতে মুম্বই বনাম পঞ্জাব ম্যাচের ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে প্রথম ছ’ওভারের ব্যাটিং। কারণ, পরের দিকে শট খেলা একটু কঠিন হয়ে পড়ে। ঠিক দুবাইয়ের মতো। সবাই জানি, ইনিংসের শেষ দিকে মুম্বই কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে। তাই ওদের থামাতে পঞ্জাবকে বিশেষ কোনও কৌশল নিতে হবে। আমার মতে, আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে খেলাক পঞ্জাব। (টিসিএম)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement