Jasprit Bumrah

নেটে ছয় বোলারকে অনুকরণ বুমরার, চিনতে পারছেন তাঁদের?

আমিরশাহিতে আইপিএলের প্রস্তুতি চলছে মুম্বই ইন্ডিয়ান্সের। নেটে মজা করে বেশ কয়েকজন বোলারের বোলিং অ্যাকশনে বল করলেন বুমরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৭
Share:

প্রস্তুতিতে মগ্ন বুমরা। ছবি—টুইটার।

মুম্বই ইন্ডিয়ান্সের নেটে ছ’জন বোলারের বোলিং অ্যাকশন অনুকরণ করলেন যশপ্রীত বুমরা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এই প্রস্তুতির সময়ে নেটে মজা করে ছ’ জন বোলারের বোলিং অ্যাকশনে বল করেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো পোস্ট করেছে। তার ক্যাপশনে লেখা,‘‘ যে ছয় বোলারের বোলিং অ্যাকশন নকল করলেন বুমরা তাঁদের নাম বলুন?’’

এর পরেও ছিল বোনাস রাউন্ড। সেই রাউন্ডে বুমরার বোলিং অ্যাকশনে বল করেন মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার।

Advertisement

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশে যুবরাজ?

পোস্ট করা সেই ভিডিয়ো দেখে অনেকেই মুনাফ পটেল, গ্লেন ম্যাকগ্রা, মিচেল স্টার্ক, কেদার যাদব, শ্রেয়াস গোপাল ও অনিল কুম্বলের কথা বলেন। বুমরা যাঁদের অনুকরণ করেছেন, তাঁদের নাম অবশ্য পরে জানিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তাঁরা হলেন, গ্লেন ম্যাকগ্রা, আশিস নেহরা, কেদার যাদব, রশিদ খান ও অনিল কুম্বলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement