এ বারের টুর্নামেন্টে আর দেখা যাবে না ভুবিকে।
চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর অভাবে আরও অনভিজ্ঞ হয়ে পড়ল হায়দরাবাদের বোলিং বিভাগ। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভুবিকে ছাড়াই নেমেছিল ওয়ার্নারের দল। ম্যাচে তাঁর অভাব অনুভূত হয়েছে।
২ অক্টোবর শুক্রবার চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলের পর বাঁ ঊরুর চোটে মাঠ ছেড়ে বেরিয়ে যান ভুবি। সেই সময় খোঁড়াতে দেখা যায় তাঁকে। ওভারের বাকি পাঁচ বল করেন খলিল আহমেদ।
প্রথম দুটো ম্যাচে ভুবি কোনও উইকেট পাননি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটো উইকেট নেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে এক উইকেট পেলেও তাঁর চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। ধোনিদের বিরুদ্ধে ম্যাচটা হায়দরাবাদ জিতলেও মুম্বইয়ের কাছে রবিবার হেরে যায় হায়দরাবাদ।
আরও পড়ুন: ‘এক নম্বরে কেন নামছে না?’ ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে এ বার এমন প্রশ্ন আশা করছেন ফ্লেমিং
লিগ টেবলে সাত নম্বরে নেমে গিয়েছে ওয়ার্নারের দল। অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। তার উপরে চোট আঘাত সমস্যা বাড়াচ্ছে হায়দরাবাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পাওয়ায় টুর্নামেন্ট শেষ হয়ে যায় মিচেল মার্শের। এ বার টুর্নামেন্ট শেষ হয়ে গেল ভুবিরও।