Cricket

আস্থার মর্যাদা দিতে চেয়েছিলাম: এবি

এর আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ডিভিলিয়ার্সকে ছ’নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ০৫:১৮
Share:

প্রতীকী ছবি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জেতানোর পরে এ বি ডিভিলিয়ার্সকে নিয়ে মুগ্ধতা শেষ হচ্ছে না। তা সে সতীর্থদের মুখে হোক বা সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

শনিবার ম্যাচের পরে বিরাট কোহালি তাঁর ‘অতিমানব’ সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আইপিএলের সব চেয়ে প্রভাবশালী ক্রিকেটার ডিভিলিয়ার্স। আর এবি নিজে কী বলছেন? ‘‘এ রকম রান তাড়া করতে নামলে খুব চাপে পড়ে যাই। নিজের খেলায় গর্বিত। চেয়েছিলাম দলের জয়ে অবদান রাখতে,’’ বলেছেন ডিভিলিয়ার্স। তিনি আরও বলেছেন, ‘‘আমি দলের মালিকদের দেখাতে চেয়েছিলাম, মাঠে নেমে আমি কিছু করতে এসেছি। আমার উপরে আস্থা রাখার মর্যাদা দিতে চেয়েছি।’’

এর আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ডিভিলিয়ার্সকে ছ’নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। মাত্র দু’রান করেন তিনি ওই ম্যাচে। আট উইকেটে হারে তাঁর দল। ফের চার নম্বরে ফিরিয়ে আনা হয় তাঁকে রাজস্থানের বিরুদ্ধে। তবু এই ম্যাচ জিতলেও কে এল রাহুলদের বিরুদ্ধে ব্যর্থতা ভুলতে পারছেন না ডিভিলিয়ার্স। তিনি বলেন, ‘‘প্রত্যেক বারই মাঠে নামার পরে দলের জন্য অবদান রাখতে চাই। শেষ ম্যাচে আমি ভাল খেলতে পারিনি। নিজের ভূমিকা পালন করতে পারিনি। এ বার সেটা ঠিকঠাক পারায় খুব খুশি।’’

Advertisement

মোট ছ’টি ছক্কা মারেন ডিভিলিয়ার্স তাঁর ইনিংসে। যখন ম্যাচ জিতিয়ে ওঠেন তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫০। তবে দক্ষিণ আফ্রিকার তারকা বলছেন, একটিও ছক্কা মারার সময় ব্যাটে বলে হয়নি। তবু সমস্যা হয়নি ছক্কা হাঁকাতে। সোশ্যাল মিডিয়াতেও ডিভিলিয়ার্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ আইপিএলের লোগোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘ডিভিলিয়ার্স সব সময়ের জন্যই জিনিয়াস। কী দুরন্ত ভাবে রানটা তাড়া করল। আইপিএল লোগোর শটটা যেন ডিভিলিয়ার্সেরই ব্যাটিংয়ের পোজের মতো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement