IPL 2020

এবি অতিমানব, বলছেন বিরাট

৩৩ বলে অপরাজিত ৭৩! পাঁচটি বাউন্ডারি, ছ’টি ছক্কা। মরসুমে সাত ম্যাচে তৃতীয় হাফসেঞ্চুরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০৪:০৩
Share:

জুটি: ডিভিলিয়ার্সের অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ কোহালি। ফাইল চিত্র

বিরাট কোহালির কথায় তিনি ‘সুপারহিউম্যান’! অতিমানবের নাম এবি ডিভিলায়ার্স। সোমবার উইকেটের উল্টোদিকে দাঁড়িয়ে যাঁর ইনিংস দেখে বিস্মিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বলছেন, ‘‘শারজায় বড্ড শুকনো একটা উইকেটে আমরা খেললাম। একজন অতিমানব ছাড়া সেখানে আমরা সবাই অস্বস্তিতে ছিলাম। এবি দুরন্ত ওই ইনিংসটা না খেললে কখনওই আমাদের রান ১৯৪ হয় না। আমি তো ভেবেছিলাম, বেশি হলে ১৬০ বা ১৬৫-এর মতো রান তুলতে পারব।” আরও বলেছেন, “ও আসার পরে ভাবছিলাম এ বার বড় শট খেলব। বল কমে আসছিল। কিন্তু তার দরকারই হল না। এবি তিন নম্বর বলটাই মারার পরে জানাল, ছন্দ পেয়ে যাচ্ছে। আর আমি সেরা জায়গায় দাঁড়িয়ে ওইরকম অবিশ্বাস্য ইনিংস দেখলাম।’’

Advertisement

৩৩ বলে অপরাজিত ৭৩! পাঁচটি বাউন্ডারি, ছ’টি ছক্কা। মরসুমে সাত ম্যাচে তৃতীয় হাফসেঞ্চুরি। প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ইনিংস দেখে মুগ্ধ জাতীয় দলে কোহালিদের হেড কোচ রবি শাস্ত্রীও। তিনি টুইট করেছেন, ‘‘এ বার আসল জিনিসটা বেরিয়ে এসেছে। কাল রাতে যা দেখলাম তা অতিলৌকিক কিছু। কঠিন এই সময়ে এবি ডিভিলিয়ার্সের মতো ইনিংসেরই দরকার ক্রিকেটের। তুমি অবসর ভেঙে ফিরে এসো। তুমি থাকলে এই খেলাটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।’’

নাইটদের বিরুদ্ধে ৮২ রানের মতো বিশাল ব্যবধানে জিতে কোহালি নিজেও খানিকটা অবাক। সোমবার ম্যাচের পরে তা নিয়ে উল্লসিত আরসিবি অধিনায়ক বলেন, ‘‘সত্যিই এটা বিরাট বড় জয় কারণ কেকেআর খুবই শক্তিশালী দল। সামনে এখন আমাদের অনেক ম্যাচ। এ ভাবে জেতাটা তাই আমাদের জন্য খুবই ভাল ব্যাপার। ক্রিস মরিস ফিরে আসায় আমাদের বোলিংও খুব ভাল হয়েছে। শারজায় যতটা শুকনো পিচে খেলতে হয়েছে তাতে সেই তুলনায় এটা খুবই ভাল রান বলব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement