ঘণ্টা বেজে গিয়েছে ২০১৯-এর আইপিএলের। শেষ হয়ে গিয়েছে নিলাম পর্ব। মোটামুটি নিজেদের পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে প্রায় প্রতিটি দল। অনেক নতুন নাম উঠে এসেছে। আবার এমন অনেক জন বিখ্যাত ক্রিকেটার আছেন, যাঁরা দল পাননি। তবে পরিবর্ত হিসেবে পরে সুযোগ পেতেই পারেন এঁরা। দেখে নেওয়া যাক এমন কয়েক জনকে।
ব্রেন্ডন ম্যাকালাম: প্রাথমিক ভাবে দল না পেলেও পরবর্তীতে সুযোগ আসতেই পারে। কুড়ি ওভারের ক্রিকেটে ৩৭ বছরের ম্যাকালাম এখনও সত্যিই বড় নাম।
ব্রেন্ডন ম্যাকালাম: এ বারের নিলামে দল না পাওয়ার তালিকায় এই নামটা বোধ হয় সব থেকে চমকপ্রদ। প্রথম আইপিএলে কলকাতার হয়ে তাঁর সেই শতরান এখনও অন্যতম সেরা।
মনোজ তিওয়ারি: অনেকের মতে সম্ভবত শেষ হতে চলেছে মনোজের আইপিএল কেরিয়ার। তবে ভাগ্য ভাল থাকলে সুযোগ মিলতেও পারে।
মনোজ তিওয়ারি: দল পাননি বাংলার অধিনায়কও। শেষ আইপিএলে তেমন কিছু করতে পারেননি। পাঁচ ম্যাচে করেছিলেন ৪৭ রান।
হাসিম আমলা: ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আর পাঁচ জনের মতো ভাগ্য খুলতে পারে আমলারও। অনেক দিন ধরে চলা আইপিএলে কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসেবে দলে আসতেই পারেন।
হাসিম আমলা: এ বার দল না পাওয়ার তালিকায় এই নামটা বেশ চমকপ্রদ। টি২০ ক্রিকেটে আমলার সাফল্য বেশ ভাল।
সৌরভ তিওয়ারি: এ বারের নিলামে কিন্তু দল পাননি এই বাঁ হাতি। শেষ ৬ বছরে মাত্র ২৬টি আইপিএল ম্যাচ খেলা সৌরভের শিকেও পরে ছিঁড়তে পারে।
সৌরভ তিওয়ারি: ২০১০-এর আইপিএলে মুম্বইয়ের হয়ে নজর কেড়েছিলেন। সে বার বেশ কয়েকটি চমকপ্রদ ইনিংসও ছিল সৌরভের।
রিজ়া হেন্ডরিক্স: তবে পরে ডাক পড়তে পারে এই ডানহাতির। যে কোনও দলের পক্ষেই তিনি গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারেন।
রিজ়া হেন্ডরিক্স: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারটিকে টি২০ স্কোয়াডের অন্যতম সেরা বলে অনেকে মনে করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪টি ম্যাচ খেলা রিজ়া কিন্তু এ বারে কোনও দল পাননি।