‘মাঁকড় আউট’ বৈধই ছিল বলে মনে করতেন স্যর ডন। —ফাইল চিত্র।
আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের বিতর্কিত রান আউট নতুন করে যেন ইতিহাসকে খুঁড়ে বের করে আনল। এই আউট আসলে কী? কেনই বা এর নাম এমন হল?
১৯৪৭ সালের ১৩ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে সর্বপ্রথম এমন ঘটনা ঘটেছিল। অজি ওপেনার বিল ব্রাউনকে এভাবে আউট করেছিলেন বিনু মাঁকড়। তার পর থেকেই বিশ্বক্রিকেটে এই ধরনের রান আউট মাঁকড় আউট নামে পরিচিত হয়।
অস্ট্রেলিয়ার মিডিয়ায় প্রবল সমালোচিত হন মাঁকড়। সেই সময়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ডন ব্র্যাডম্যান। তিনি কীভাবে দেখেছিলেন ‘মাঁকড় আউট’কে? ব্র্যাডম্যান তাঁর আত্মজীবনী ‘ফেয়ারওয়েল টু ক্রিকেট’-এ লিখেছেন, ‘‘ওর খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে কেন প্রশ্ন তুলেছিল প্রেস, তা আমার মাথায় আসেনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বল ডেলিভারি করা না পর্যন্ত নন স্ট্রাইক এন্ডে থাকা ব্যাটসম্যান জায়গা ছেড়ে বেরোতে পারে না।’’
আরও পড়ুন: রান আউট বিতর্কে এন্ট্রি নিয়ে ফেলল কলকাতা পুলিশ
আরও পড়ুন: মাঁকড় আউট কী? বাটলার ছাড়া আর যাঁরা রয়েছেন তালিকায়
ক্রিকেট আইনের উল্লেখ করে ব্র্যাডম্যান প্রশ্ন তুলেছিলেন, তাহলে নিয়ম মেনে বোলার রান আউট করে কী ভুল করেছে? অর্থাৎ ব্রাউনকে রান আউট করা নিয়ে অস্ট্রেলীয় মিডিয়ায় যতই ঝড় উঠুক না কেন, ব্র্যাডম্যান বিনু মাঁকড়ের আউটের মধ্যে অন্যায় কিছু দেখেননি। নিয়ম মেনেই মাঁকড় যে ফিরিয়ে দিয়েছিলেন ব্রাউনকে, তা পরিষ্কার ব্র্যাডম্যানের বক্তব্য থেকেই।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)