Corey Anderson

তেমন ফর্মে নেই, তাও আসন্ন আইপিএলে এঁদের বেস প্রাইস ২ কোটি!

এখনও পর্যন্ত নিলাম শুরু হয়নি ২০১৯ সালের আইপিএলের। যদিও ইতিমধ্যেই দর নিয়ে নানা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এমন বেশ কয়েক জন ক্রিকেটার যাঁরা অনেকেই গত বারে তেমন কিছু করতে পারেননি, এ বার নিজেদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৩০
Share:
০১ ১০

এখনও পর্যন্ত নিলাম শুরু হয়নি ২০১৯ সালের আইপিএলের। যদিও ইতিমধ্যেই দর নিয়ে নানা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এমন বেশ কয়েক জন ক্রিকেটার যাঁরা অনেকেই গত বারে তেমন কিছু করতে পারেননি, এ বার নিজেদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

০২ ১০

কোরে অ্যান্ডারসর: গত বার বেঙ্গালুরুর জার্সি পরেছিলেন। কিন্তু, ২০১৮-এর আইপিএল মোটেই ভাল ছিল না। মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন। পেয়েছিলেন মাত্র তিনটি উইকেট, সব মিলিয়ে রান করেছিলেন ১৭।

Advertisement
০৩ ১০

স্যাম কুরান: ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আগামী বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন। তবে আইপিএলে এখনও পরীক্ষিত নয়। ছোট ফর্ম্যাটে গড়ও তেমন আহামরি নয়। তিনিও নিজেকে রেখেছেন সর্বোচ্চ বেস প্রাইসে।

০৪ ১০

কলিন ইনগ্রাম: দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এই ক্রিকেটারটি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন বহু দিন আগে। যদিও নিজেকে ২ কোটির বেস প্রাইসে রেখেছেন তিনি। গত বারও একই বেস প্রাইস রেখেছিলেন। কিন্তু, কোনও দলই তাঁকে কেনেনি।

০৫ ১০

অ্যাঞ্জেলো ম্যাথুজ: শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। কিন্তু, ইদানিং ফর্মের ধারে কাছেও নেই বলা চলে। যদিও নিজের দাম বাড়ানোর ক্ষেত্রে তাঁর জুড়ি নেই।

০৬ ১০

লাসিথ মালিঙ্গা: এক সময় তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা বোলার। কিন্তু, সেই দিন আর নেই। শেষ আইপিএল ২০১৭। ১২টি খেলায় পেয়েছিলেন মাত্র ১১টি উইকেট। এ বার নিজেকে ২ কোটির বেস প্রাইজে রেখেছেন।

০৭ ১০

শন মার্শ: ফর্মের ধারে কাছে নেই। টেস্টে পর পর ছয়টি ইনিংসে দশের কম রান করে ১৩০ বছরের লজ্জার রেকর্ড ভেঙেছেন। ২০১৭-এ শেষ আইপিএল খেলেন, ৯টি ম্যাচে করেছিলেন ২৬৪ রান। তবে এত কিছুর পরও এ বারে নিজেকে ২ কোটির বেস প্রাইসে রেখেছেন।

০৮ ১০

ব্র্যান্ডন ম্যাকালাম: এক সময় টি২০তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। যদিও বর্তমানে তেমন কিছুই আর করতে পারছেন না। আইপিএল-এও তেমন কিছু করতে পারছেন না। তাও নিজেকে ২ কোটির বেস প্রাইসে রেখেছেন।

০৯ ১০

ডি’আর্কি শর্ট: এই অজি ক্রিকেটারটি জাতীয় দলেও তেমন কিছু নজর কাড়তে পারেননি। আইপিএল-এর সূচনা পর্বেও তেমন বলার মতো কিছু নেই। যদি নিজের দর বেশ ভালই রেখেছেন।

১০ ১০

ক্রিস ওকস: গত বার বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছিলেন। ইংল্যান্ডের বোলার-অলরাউন্ডারটির আশা এ বারও ভাল দর উঠবে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement