মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছে। এ বার কোহালিদের সামনে কেন উইলিয়ামসনরা। দু’টি ম্যাচে হেরে এমনিতেই লিগ টেবিলে নীচের দিকে রয়েছেন আরসিবি। আজ কী তাঁরা জয়ের পথে ফিরবেন। কেমনই বা হতে পারে কোহালিদের প্রথম একাদশ।
বিরাট কোহালি: দলকে জেতাতে সমর্থকরা তাকিয়ে রয়েছেন অধিনায়ক কোহালির ব্যাটের দিকে। আইপিএলেএখন পর্যন্ত বিশ্বের সেরা ব্যাটসম্যানটিকে চেনা ফর্মে পাওয়া যায়নি।
পার্থিব পটেল: ভারতীয় দলে তিনি নেই। সুযোগ পাচ্ছেন একমাত্র আইপিএলেই। ফলে দলকে জেতাতে মরিয়া পার্থিব। ভাল কিছু করতে পারলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
এবি ডি’ভিলিয়ার্স: শেষ ম্যাচে এবি’র ঝলক দেখা গিয়েছিল। আজও বড় রানের ইনিংস গড়তে এই দক্ষিণ আফ্রিকানের দিকে তাকিয়ে দল।
শিমরন হেটমায়ার: হার্ডহিটার হিসেবে সাড়া জাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারটি। যদিও এখনও পর্যন্ত আইপিএলে সেই ঝলক দেখা যায়নি। দলে থাকা এবং দলকে জয়ের মুখ দেখানোর জন্য হেটমায়ারের দায়িত্ব থাকবে।
মইন আলি: বাঁহাতি অলরাউন্ডারটি দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন। স্পিন বোলিংয়ের হাতটাও বেশ। স্বাভাবিক ভাবেই মইনেরদিকে বিশেষ নজর থাকবে আজকের ম্যাচে।
শিবম দুবে: অনেক ভরসা করে আরসিবি দলে নিয়েছে শিবমকে। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন। আজ মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবমকে।ফলে দলের ভারসাম্য বাড়বে সন্দেহ নেই।
কলিন ডিগ্র্যান্ডহোম: খেলানো হতে পারে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোমকে। অলরাউন্ডার গ্র্যান্ডহোমকে মাঠে নামালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেরও শক্তি বাড়বে।
উমেশ যাদব: সামনেই বিশ্বকাপ। জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য উমেশকে আইপিএলে সফল হতেই হবে। আজ বল হাতে উমেশ সফল না হলে সমস্যা বাড়বে আরসিবির।
যুজবেন্দ্র চহাল: কোহালির বিরাট পছন্দের বোলার। বিপক্ষের ব্যাটিং শক্তি ভাঙতে চহাল অন্যতম ভরসার পাত্র অধিনায়কের।
ওয়াশিংটন সুন্দর: গত বছর আইপিএলে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও এ বারের আরসিবি দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর। আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন সুন্দর। সেই সুযোগ কাজে লাগাতে হবে।
মহম্মদ সিরাজ: উমেশের সঙ্গে বোলিং শুরুর দায়িত্বে থাকতে পারেন সিরাজ। আরসিবি-র তরুণ ব্রিগেডের অন্যতম ভারতীয় দলের এই ক্রিকেটারটি।