rcb

অস্তিত্ব রক্ষার লড়াই, জিততে মরিয়া বিরাটের দলে কারা থাকছেন আজ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মঙ্গলবার জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। ভারত অধিনায়কের দলের আজ অস্তিত্ব রক্ষার লড়াই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১১:৪৩
Share:
০১ ১২

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মঙ্গলবার জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। ভারত অধিনায়কের দলের আজ অস্তিত্ব রক্ষার লড়াই। আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। আইপিএলের তারকাখচিত দলে কারা থাকবেন আজ?

০২ ১২

মার্কাস স্টোইনিস  সংযুক্ত আরব আমিরশাহি থেকে আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন। এই অস্ট্রেলীয় তারকা আজ ওপেন করতে পারেন।

Advertisement
০৩ ১২

স্টোইনিসের সঙ্গে ওপেন করার কথা পার্থিব পটেলের। উইকেটকিপার ব্যাটসম্যান দলকে ভরসা জোগাবেন বলেই মনে করা হচ্ছে।

০৪ ১২

দলের অধিনায়ক বিরাট কোহালি তিন নম্বরে নামতে পারেন।গত ম্যাচে দল ব্যর্থ হলেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

০৫ ১২

চারে নামার কথা এ বি ডেভিলিয়ার্সের। তাঁর ঝোড়ো ইনিংস কাঁপুনি ধরাতে পারে বিপক্ষের বোলারদের। আগ্রাসী ক্রিকেট দিয়েই রাজস্থান বধের কথা ভাবছে আরসিবি।

০৬ ১২

পাঁচ নম্বরে নামার কথা শিবম দুবের। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন। আজ মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবমকে। ফলে দলের ভারসাম্য বাড়বে সন্দেহ নেই।

০৭ ১২

কলিন ডিগ্রান্ডহোম নামার কথা ছয় নম্বরে। অলরাউন্ডার গ্র্যান্ডহোমকে মাঠে নামালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেরও শক্তি বাড়বে। এই ম্যাচে অস্তিত্ব টিকিয়ে রাখতে অলরাউন্ডার খেলাতেই হবে কোহালিদের।

০৮ ১২

প্রয়াস রায় বর্মন দলে থাকতে পারেন এ দিন। তিনি নামতে পারেন সাত নম্বরে। মাত্র ১৬ বছর ১৫৭ দিনে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়ে আরসিবি-র এই লেগ স্পিনার।

০৯ ১২

নাথান কুল্টার-নাইলের নামার কথা আট নম্বরে। দলের পেস ভরসা তিনি।

১০ ১২

নয় নম্বরে নামতে পারেন উমেশ যাদব। সামনেই বিশ্বকাপ, তাই জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য উমেশকে আইপিএলে সফল হতেই হবে। আর আজ অস্তিত্ব রক্ষার লড়াই।

১১ ১২

দশে নামার কথা মহম্মদ সিরাজের। গত ম্যাচে ভালই খেলেছেন তিনি। সিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান যুবরাজ।

১২ ১২

১১ নম্বরে নামার কথা যুজবেন্দ্র চহালের। তিনি হাতে বল নিলেই ভেল্কি। গত ম্যাচে দল হারলেও তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement