Sport News

কোহালিদের বিরুদ্ধে আজ নামছে চেন্নাই, দেখে নিন ধোনিদের সম্ভাব্য একাদশ

আইপিএলের ‘এল ক্লাসিকো’ বলতে অনেকেই সিএসকে বনাম আরসিবি ম্যাচকেই বোঝেন। বিরাট কোহালির বিরুদ্ধে মাঠে নামছেন এমএস ধোনি। এমন লোভনীয় ডুয়েল তো সহজে দেখা যায় না। চেন্নাইয়ে আইপিএলের প্রথম ম্যাচেই সে সুযোগ দর্শকদের সামনে। কারা থাকছেন ধোনি ব্রিগেডের সম্ভাব্য একাদশে? দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১২:৫৮
Share:
০১ ১২

আইপিএলের ‘এল ক্লাসিকো’ বলতে অনেকেই সিএসকে বনাম আরসিবি ম্যাচকেই বোঝেন। বিরাট কোহালির বিরুদ্ধে মাঠে নামছেন এমএস ধোনি। এমন লোভনীয় ডুয়েল তো সহজে দেখা যায় না। চেন্নাইয়ে আইপিএলের প্রথম ম্যাচেই সে সুযোগ দর্শকদের সামনে। কারা থাকছেন ধোনি ব্রিগেডের সম্ভাব্য একাদশে? দেখে নেওয়া যাক।

০২ ১২

বিশ্বকাপের স্কোয়াডে থাকতে আইপিএলকেই পাখির চোখ করেছেন বহু ক্রিকেটার। তার মধ্যে অন্যতম অম্বাতি রায়ুডু। ওপেনার হিসেবে সিএসকে-র জার্সিতে প্রায় নিশ্চিত তিনি। সিএসকে-র নেটেও চুটিয়ে প্র্যাকটিস করছেন। বাহুবলী রায়ুডুর ধমাকা দেখতে মুখিয়ে রয়েছে চেন্নাইও।

Advertisement
০৩ ১২

পাকিস্তান সুপার লিগ হোক বা বিগ ব্যাশ, ব্যাট-বলে সবেতেই নজর কেড়েছেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। গত বারের আইপিএলের তাঁর ব্যাট থেকে এসেছিল ২টো সেঞ্চুরি। সঙ্গে ৬টি উইকেটও নিয়েছিলেন। সেই সঙ্গে আইপিএলের ফাইনালে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন তিনি। এ বার প্রথম ম্যাচেই রায়ুডুর সঙ্গে জুটি হিসেবে বাইশ গজে নামতে পারেন ওয়াটসন।

০৪ ১২

জানেন তো, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের (৪৯৮৫) রেকর্ড রয়েছে সুরেশ রায়নার। আর মাত্র ১৫ রান করলেই পৌঁছে যাবেন ৫ হাজারের ক্লাবে। সে রেকর্ড ছাড়াও মিডল অর্ডারে নেমে ফের এক বার দর্শক মাতাতে মুখিয়ে থাকবেন রায়না নিজেও। কারণ, গত আইপিএলে ৪টে হাফ সেঞ্চুরি করলেও শতরান অধরাই থেকে গিয়েছিল তাঁর।

০৫ ১২

সিএসকে জানিয়েছে, এ বারের আইপিএলে চার নম্বরে নামবেন এমএস ধোনি। এখনও পর্যন্ত চেন্নাইকে তিন বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন মাহি। গত বারের চ্যাম্পিয়ন সিএসকে এ বারও নিজেদের দখলে সে ট্রফি রেখে দিতে চাইবে। এবং সেই লক্ষ্যে মাহির ব্যাটিং-কিপিংয়ের পাশাপাশি তাঁর ক্যাপ্টেন্সিও বড় ফ্যাক্টর হবে।

০৬ ১২

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংসকে প্রথম বার আইপিএলে দেখা গিয়েছিল ২০১৬-তে। সেই থেকে টুর্নামেন্টের ১০ ম্যাচে করেছেন ১০৮ রান। তবে জেট ল্যাগে ক্লান্ত ফাফ দু’প্লেসি দলে শেষ মুহূর্তে ঢোকায় তাঁর পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে বিলিংসকেই।

০৭ ১২

অলরাউন্ডার হিসেবে সিএসকে দলে হেসেখেলে ঢুকে যাবেন কেদার যাদব। তাঁর উপর ভরসা রাখছেন সিএসকে ফ্যানেরাও। চেন্নাইয়ের পিচে তাঁর অফ-ব্রেকও খুব কাজে আসবে। আর ভুলে যাবেন না, ২০১২-’১৩ মরসুমে রঞ্জি ট্রফিতে কেদারের ব্যাট থেকেই এসেছে তাঁর কেরিয়ারে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ত্রিশতরান।

০৮ ১২

সিএসকে দলের সম্পদ বলতে অনেকেই ডোয়েন ব্রাভোর নাম নেন। আগের মতো ফর্ম না থাকলেও হঠাৎই সব পাশা পাল্টে ফেলতে পারেন এই অলরাউন্ডার।

০৯ ১২

মাহি চার নম্বরে ব্যাট করার ফলে লোয়ার মিডল অর্ডারে সিএসকের বড় ভরসা হতে পারেন রবীন্দ্র জাডেজা। সেই সঙ্গে বল হাতেও দলকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। গত আইপিএলে ব্যাটে তেমন দাগ কাটতে না পারলেও ১৬ ম্যাচে ১১ উইকেটের কথা ভুলে যাবেন না!

১০ ১২

সিএসকের হয়ে পেস আক্রমণের দায়িত্বে থাকবেন দীপক চাহার। আগরার ২৬ বছরের এই পেসার গত আইপিএলে ১২ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। দু’দিকেই সুইং করাতে পারেন, সঙ্গে বলে গতিও ভাল। বলের পাশাপাশি ব্যাট হাতেও ভালই স্ট্রাইক করতে পারেন চাহার।

১১ ১২

চেন্নাইয়ের ট্র্যাকে সিএসকের বড় অস্ত্র হতে পারে ইমরান তাহিরের স্পিন। ৩৭ বছরের তাহিরের অন্যতম বড় সম্পদ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। গত বারের আইপিএলে তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স না করলেও এ বার প্রথম ম্যাচ থেকে দলে থাকতে পারেন তাহির।

১২ ১২

ডেথ ওভারে ব়ড় ভূমিকা নিতে পারেন মোহিত শর্মা। ভেরিয়শনে হেরফের করে ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করতে তাঁর জুড়ি নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement