নায়ক: ৬৭ রান করে দলকে জিতিয়ে ম্যাচের সেরা রোহিত। পিটিআই
অসুস্থতার জন্য শুক্রবারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির না থাকাটা তাঁদের প্রচুর সুবিধা করে দিয়েছিল। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে সব চেয়ে কম রানে আটকে দিয়ে বললেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাইকে ৪৬ রানে হারিয়ে মুম্বইয়ের অধিনায়ক বলে গেলেন, ‘‘প্রথম একাদশে ধোনিকে দেখতে না পেয়ে মানসিক ভাবে অনেকটাই বল পেয়ে গিয়েছিলাম আমরা। কারণ, চেন্নাইয়ে এসে ওদের হারানো খুব সহজ কাজ নয়। ধোনি থাকলে চেন্নাইয়ের শক্তি অন্য রকম। একে ধোনি নেই। তার উপর চেন্নাই রান তাড়া করছে। জানতাম বিপক্ষের কাছে কাজটা কঠিন।’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবে আজ ধোনি অসুস্থ ছিল। তাই না খেলার সিদ্ধান্তটা ওর হাতে ছিল না।’’ পাশাপাশি, রোহিত এ দিন মুম্বইয়ের টস হারটাকে আশীর্বাদ বলছেন। তাঁর কথায়, ‘‘টসে হেরে লাভই হয়েছে। কারণ, আমরাও জিতলে রান তাড়া করার চেষ্টাই করতাম। তবে শুরুতে ব্যাট করি বা বল, এটা জানতাম যে এখান থেকে জিতে ফিরতে হলে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। মাঠে সেটাই হয়েছে। প্রতিটা রান ও উইকেটের জন্য আজ আমাদের গোটা দল ঝাঁপিয়ে পড়েছিল।’’
আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান করেও খুশি রোহিত বলছেন, ‘‘দারুণ লাগছে। এর আগে ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছিলাম। কিন্তু নিজের প্রতি আস্থা হারাইনি। কারণ, শট নিতে আমার কোনও অসুবিধা হয়নি। জানতাম আমার দিন আসবে। আজ দিনটা আমারই ছিল।’’
তবে দ্বিতীয় স্থানে চলে গেলেও প্লে-অফ নিয়ে এখনও নিশ্চিত নন রোহিত। বলছেন, ‘‘আমরা এখনও প্লে অফে যাইনি। আইপিএলে প্রতিদিন টেবলে পরিবর্তন হয়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্সের বিরুদ্ধেও আমাদের ভাল খেলতে হবে।’’ সিএসকে-র অস্থায়ী অধিনায়ক সুরেশ রায়না বলেন, ‘‘আমরা আজ ভাল ব্যাটিং করতে পারিনি। আমি ৩০, ৪০ রানেই আটকে যাচ্ছি। তবে আমাদের বোলিং এ মরসুমে ধারাবাহিক ভাবে ভাল হচ্ছে। ভেবেছিলাম ১৫৫ তাড়া করতে পারব। কিন্তু পাওয়ার প্লে ও মাঝের ওভারগুলোয় আমরা অনেক উইকেট হারিয়েছি।’’