বিনয়ী: ওয়াংখেড়েতে তাঁর নতুন ভক্তকে হতাশ করলেন না ধোনি। কথা বললেন, দিলেন অটোগ্রাফও। টুইটার
শুধু তাঁর সঙ্গে দেখা করবেন বলেই বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসেছিলেন এক বৃদ্ধা মহিলা। মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে তাঁর দল চেন্নাই সুপার কিংস হারলেও সেই মহিলার সঙ্গে দেখা করে মন জিতে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
বৃহস্পতিবার সেই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বৃদ্ধা মাঠের ধারে দাঁড়িয়ে রয়েছেন, যাঁর হাতে একটি প্ল্যাকার্ডে লেখা, ‘‘আমি এখানে শুধুমাত্র ধোনির জন্য এসেছি।’’ চেন্নাই সুপার কিংস অধিনায়কের কানে সেই খবর যাওয়ের পরেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন ধোনি। তাঁর কাঁধে হাত রেখে বেশ কিছু ক্ষণ কথা বলেন ওই মহিলা। মাথায় হাতও বুলিয়ে দেন। মাতৃসমা সেই মহিলাকেও হতাশ করেননি এমএসডি। তাঁর সঙ্গে নিজস্বী তোলেন। সেই মহিলার হাতে থাকা চেন্নাই সুপার কিংসের জার্সিতে সইও করে দেন ধোনি। ওই মহিলার সঙ্গে থাকা এক তরুণী ভক্ত ধোনির পা ছুঁয়ে প্রণামও করেন।
যদিও বুধবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ রানে হারের ঘটনা মেনে নিতে পারেননি ধোনি। সিএসকে অধিনায়ক জানিয়েছেন, তাঁর দলের খেলায় অনেক ভুল ছিল। ধোনির মন্তব্য, ‘‘আমাদের শুরুটা ভাল ছিল। অন্তত ১০-১২ ওভার পর্যন্ত সমস্ত কিছু ঠিকই চলছিল। তার পরেই বেশ কয়েকটা ক্যাচ হাতছাড়া হয়ে যায়। ফিল্ডিংও বাজে হয়েছে। এবং ডেথ ওভারে আমাদের বোলিং কোনও সময়ের জন্য ভাল হয়নি। কোনও বোলারই সেই সময়ে পাল্টা আঘাত দিতে পারেনি মুম্বই ইনিংসে। ফলে আমাদের কাজটা শুরু থেকেই অত্যন্ত জটিল হয়ে পড়েছিল।’’
টানা তিন ম্যাচে জয়ের পর প্রথম হার। শনিবার চিদাম্বরম স্টেডিয়ামে প্রতিপক্ষ ক্রিস গেলদের কিংস ইলেভেন পঞ্জাব। বুধবারের হারের ধাক্কা সামলে তাঁর দল ফের জয়ের সরণিতে ঢুকে পড়তে কতটা প্রস্তুত? ধোনি জানিয়েছেন, টিম মিটিংয়ের পরিবর্তে তিনি প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবে কথা বলবেন। তাঁর মন্তব্য, ‘‘আমি মনে করি টিম মিটিংয়ের চেয়ে দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবে কথা বলা অনেক বেশি প্রয়োজনীয় এবং কার্যকরী।’’ সেখানেই না থেমে ধোনি আরও বলেছেন, ‘‘প্রত্যেকটা বিষয় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলাদা ভাবে কথা বলা প্রয়োজন। কোথায় আমাদের ঘাটতি থাকছে অথবা কী করলে প্রতিপক্ষ কম বাউন্ডারি মারতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে বিশদে আলোচনার প্রয়োজন এবং প্রত্যেকের সে বিষয়েমতামতও মন দিয়ে শোনা দরকার। তা হলেই এই পরিস্থিতি আবার পাল্টে ফেলা সম্ভব।’’
ক্রিকেটবিশ্ব একবাক্যে তাঁর যে ধুরন্ধর ক্রিকেটমস্তিষ্ককে কুর্নিশ করে থাকেন, সেটাই ফের শোনা গিয়েছে ধোনির গলাতে। তিনি বলেছেন, ‘‘আমরা যদি বাউন্ডারিটা আটকাতে পারি, তা হলে ওভার প্রতি রানটা ১০-১২ থেকে সাতে নেমে আসতে পারে। তেমনই একটা পরিকল্পনা করতে হবে এবং কোন সময়ে তা ব্যবহার করা দরকার সেটা নিয়েও সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে।’’ বরং ধোনি আরও বলেছেন, ‘‘ম্যাচের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে দল একটা গতি নিয়ে খেলল, তাতে কিন্তু আখেরে কোনও লাভ হবে না। বোলারদের ম্যাচের শুরু থেকে আঁটসাঁট বোলিং করতে হবে। তা হলেই কিন্তু ম্যাচটা একটা গতি নিয়ে এগোবে।’’
হারের রাতেই চেন্নাই সুপার কিংস শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ডোয়েন ব্র্যাভোর হ্যামস্ট্রিংয়ের চোট। তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘‘ব্র্যাভোর হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় সমস্যা আরও বেড়েছে। আমাদের দলে ইতিমধ্যে বেশ কিছু ক্রিকেটারের চোট রয়েছে। ফলে ফিট ক্রিকেটারের সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। ফলে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।’’ পারিবারিক কারণে এ বারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে গিয়েছেন ডেভিড উইলি। চোটের কারণে সরে দাঁড়িয়েছেন লুঙ্গি এনগিডির মতো বোলারও। ধোনি বলেছেন, ‘‘উইলি এবং এনগিডি না থাকায় আমাদের কাজটা বেশ কঠিন হয়ে পড়েছে।’’ যোগ করেছেন, ‘‘শনিবার ঘরের মাঠে ম্যাচ। উইকেটের চরিত্র বিচার করেই সেরা দল তৈরি করতে হবে।’’
কোচ স্টিভন ফ্লেমিংও জানিয়েছেন, বুধবার তাঁর দল ভাল ক্রিকেট খেলতে পারেনি। তিনি বলেছেন, ‘‘বোলিংটা ভাল হয়নি বলেই মুম্বই অনেকটা রান তুলে ফেলেছিল। পরের ম্যাচে বোলারদের এই ব্যাপার নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। পাশাপাশি ওপেনিং জুটিকেও বড় রান করতে হবে।’’