চেন্নাইয়ের ঘরের মাঠে হবে না আইপিএল ফাইনাল। ছবি: পিটিআই।
আইপিএল ফাইনাল চিপক থেকে সরে গেল। ১২ মে ফাইনালের বল গড়াবে হায়দরাবাদে। চেন্নাইয়ে হবে প্রথম কোয়ালিফায়ার। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে বিশাখাপত্তনমে।
চিপক থেকে ফাইনাল সরে গেল কেন? তামিলনাড়ু ক্রিকেট সংস্থা চিপকের তিনটি স্ট্যান্ড খোলার অনুমতি না পাওয়ায় দ্বাদশ আইপিএল ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়া হল।
বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই সোমবার সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘তামিলনাড়ু ক্রিকেট সংস্থা আই, জে ও কে স্ট্যান্ড খোলার অনুমতি না পাওয়ার কথা আমাদের জানানোর পরেই চেন্নাই থেকে হায়দরাবাদে ফাইনালের কেন্দ্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’’
আরও পড়ুন: টানা হারে রক্তাক্ত প্রাক্তন নাইট অধিনায়ক, দিলেন পুরনো দলকে জয়ে ফেরার মন্ত্র
আরও পড়ুন: দল নির্বাচন না মানসিকতা, ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে প্রায় ছিটকে যাওয়া নাইটদের
চিপকের তিনটি স্ট্যান্ড বন্ধ সেই ২০১২ সাল থেকে। এই তিনটি স্ট্যান্ড ফিট সার্টিফিকেট না পাওয়ায় প্রায় ১২ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হবে না। ফলে কয়েক কোটি টাকা ক্ষতির মুখ দেখতে হবে। সেই কারণেই ফাইনালের কেন্দ্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হায়দরাবাদ ফাইনালের কেন্দ্র হলেও এলিমিনেটর অথবা কোয়ালিফায়ার আয়োজন করতে পারবে না। কারণ সাইবার সিটিতে নির্বাচন হবে ৬, ৮ এবং ১০ মে।