মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনির কোমরের চোট নিয়ে উদ্বেগ এখনও কাটছে না। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। যে কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ, বুধবার তাঁকে খেলানো হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিএসকে।
মঙ্গলবার সিএসকে কোচ স্টিভন ফ্লেমিং চেন্নাইয়ে সাংবাদিকদের বলেন, ‘‘গোটা সপ্তাহ ধরে ধোনি বেশ ভুগেছে। এখন কিছুটা ভাল হয়েছে অবস্থা। তবে ধোনিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার তা কালকেই নেওয়া হবে।’’
চেন্নাই এবং দিল্লি— দুটো দলই আইপিএল প্লে-অফে চলে গিয়েছে। এই ম্যাচে যারা জিতবে, তারা প্রথম দু’দলের মধ্যে থাকতে পারবে। ধোনির চেন্নাই এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি, দুটো দলই ভাল ছন্দে রয়েছে। চেন্নাইয়ের জার্সিতে মাঠে ধোনি এবং দিল্লির ডাগআউটে উপদেষ্টার ভূমিকায় সৌরভ, এই ম্যাচের বাড়তি আকর্ষণ। কিন্তু ধোনির চোট সমস্যা তৈরি করেছে।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ফ্লেমিং বলেছেন, ‘‘গত ম্যাচে দলে কয়েকটা রদ বদল করেছিলাম বাধ্য হয়ে। তবে তার মানে এই নয় যে, দলে বদল হয়েছিল বলেই আমরা খারাপ খেলেছিলাম। ঘরের মাঠে আমাদের সাফল্যের হার যথেষ্ট ভাল।’’
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত দু’দিনের প্র্যাক্টিসে দেখা যাচ্ছে না ধোনিকে। অধিনায়ককে না পেলে কাকে খেলানোর কথা ভেবে রেখেছেন? ফ্লেমিংয়ের জবাব, ‘‘ধোনি না খেললে অন্য ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে। ধোনি যদি টানা দু’-তিনটে ম্যাচ খেলতে না পারত, তা হলে আমরা পরিকল্পনা করতে পারতাম। কিন্তু ধোনি মাঝে, মাঝে এক-আধটা ম্যাচ খেলছে না। সেখানেই সমস্যাটা হচ্ছে। আগের ম্যাচে শেষ মুহূর্তে সরে দাঁড়াল ধোনি। অন্য বড় তারকারাও সে রকম রান করতে পারছে না। আশা করব, শেষ চারটে ম্যাচে ওরা জ্বলে উঠবে।’’ মুম্বই ম্যাচে চেন্নাই পায়নি ফ্যাফ ডুপ্লেসি এবং রবীন্দ্র জাডেদাকে। ফ্লেমিং বলেছেন, ‘‘ফ্যাফ ও জাডেজা সুস্থ আছে।’’