Sports News

আইপিএল ২০১৮: রাজস্থানের বিরুদ্ধে সাত উইকেটে জিতল কলকাতা

জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক কার্তিক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দু’বছর নির্বাসন কাটিয়ে ফেরা রাজস্থান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ২১:৪৬
Share:

রাজস্থানের রাহুল ত্রিপাঠীর উইকেট নেওয়ার পর রাসেলকে ঘিরে উচ্ছ্বাস কলকাতা শিবিরে। ছবি: এএফপি।

আগের ম্যাচেই ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। তাই ভেঙে যাওয়া আত্মবিশ্বাসটাও ফিরে পেয়েছে কেকেআর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাই শুরু থেকেই বিধ্বংসী ভূমিকায় পাওয়া গেল দীনেশ কার্তিকদের। কিন্তু শেষ পর্যন্ত ঠিকঠাক রানেই থামল হোম টিম। নির্ধারিত ওভারে রাজস্থানের সংগ্রহ ১৬০/৮। যদিও সহজেই সেই রান টপকে যায় কলকাতা। সাত উইকেটে যেতে দীনেশ কার্তিকের দল।

Advertisement

জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক কার্তিক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দু’বছর নির্বাসন কাটিয়ে ফেরা রাজস্থান। দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও ডার্সি শট ভিতটাও তৈরি করে দিয়েছিলেন। রাহানে ১৯ বলে দুরন্ত ৩৬ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন। অন্য দিকে ৪৪ রান করেন শর্ট।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ফ্লপ সঞ্জু স্যামসন। মাত্র ৭ রান করে ফিরে যান তিনি। এর পর আর কেউই বড় রান করতে পারেননি। রাহুল ত্রিপাঠী ১৫, বেন স্টোকস ১৪, কৃষ্ণাপ্পা গৌথম ১২ ও শ্রেয়াস গোপাল কোনও রান করেই প্যাভেলিয়নে ফেরেন। এর মধ্যে ২৪ রানের ইনিংস খেলেন জোস বাটলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement