চিন্নাস্বামী স্টেডিয়ামে মে দিবসে ফের মুখোমুখি হচ্ছেন ভারতের দুই সেরা মুখ। বিরাট কোহালি আর রোহিত শর্মা। দু’দলেরই অবস্থা এক রকম। সাতটি ম্যাচ হয়ে গিয়েছে। দুই অধিনায়কই দু’টি করে ম্যাচ জিতে লিগ তালিকার শেষের দিকে পড়ে রয়েছেন। দেখে নেওয়া যাক, রোহিতদের বিরুদ্ধে নামার আগে কেমন হতে পারে বিরাট একাদশ।
বিরাট কোহালি: এই মুহূর্তে দলের মূল ভরসা। অধিনায়ক কোহালির উপর আজ অনেকটা নির্ভর করে রয়েছে আরসিবির ভাগ্য।
কুইন্টন ডি কক: ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে উইকেটরক্ষক। আজও ওপেন করতে পারেন তিনি।
এবি ডেভিলিয়ার্স: বিধ্বংসী ফর্মে রয়েছেন এবিডি। যদিও কলকাতার বিরুদ্ধে আগের ম্যাচে জ্বরের কারণে খেলতে পারেননি। আজ দলে ফিরছেন।
ব্রেন্ডন ম্যাকালাম: কলকাতার বিরুদ্ধে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে বড় রানের ক্ষেত্রে ম্যাকালামের দিকে নজর থাকবে।
মইন আলি: অলরাউন্ডার মইন আলিকে দলে নিতে পারেন বিরাট। আইপিএল-এ আজ মইনের অভিযান শুরুর সম্ভাবনা রয়েছে।
মনদীপ সিংহ: ভাল ফর্মে রয়েছেন এক সময় পঞ্জাব, কলকাতার হয়ে খেলা এই ডান হাতি। আগের ম্যাচে তেমন রান না পেলেও, সাম্প্রতিক ফর্মের নিরিখে তিনি আজ থেকে যেতে পারেন।
যুজবেন্দ্র চহাল: ভারতীয় দলের অন্যতম ফর্মে থাকা বোলার। এ দিনের দলে তিনি নিশ্চিত।
উমেশ যাদব: দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় এই পেসার। চেন্নাইয়ের বিরুদ্ধেও ভাল বল করেছেন। যদিও কলকাতার বিরুদ্ধে কোনও উইকেট পাননি। তাও মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর বাদ পড়ার সম্ভাবনা নেই।
টিম সাউদি: কলকাতার বিরুদ্ধেই প্রথম মাঠে নেমেছেন। যদিও তেমন সফল হননি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর দলে থাকার সম্ভাবনাই বেশি।
মহম্মদ সিরাজ: কলকাতার বিরুদ্ধে দুটি উইকেট পেয়েছেন। তবে একটু বেশি রান দিয়ে ফেলেছেন। পরিস্থিতির বিচারে আজ সিরাজ খেলছেন বলাই যায়।
মুরুগান অশ্বিন: সিরাজের মতোই আগের ম্যাচে সফল। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে বাদ পড়ার সম্ভাবনা নেই।