আইপিএলের ‘প্রথমার্ধ’ শেষ করে এ বার কঠিন ‘দ্বিতীয়ার্ধ’ শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমার্ধের প্রথম ম্যাচের মতো এ পর্যায়েও তাদের প্রথম প্রতিপক্ষ বেঙ্গালুরু। টুর্নামেন্টে দুই দলই কিছুটা ব্যাকফুটে। গত ম্যাচে দিল্লির কাছে হেরে চাপে থাকা নাইটরা আজ কতটা বদল আনতে পারে প্রথম একাদশে? দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ।
দীনেশ কার্তিক : অধিনায়ক দীনেশ কার্তিক এই মুহূর্তে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিরাট চ্যালেঞ্জের মোকাবিলা করতে দীনেশের উপর খুবই নির্ভরশীল কেকেআর।
সুনীল নারিন: দলের অন্যতম প্রধান বোলিং শক্তি। ইদানিং তাঁর হাত ধরে ব্যাটিংয়ের সূচনাও করছে দল। শুরুতেই ঝড় তোলার কাজটা আজ করতেই হবে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে।
ক্রিস লিন: আগের ম্যাচে রান পাননি। তবে, ইনিংসের শুরুতে বিপক্ষের বোলিং আক্রমণ ভেঙে দেওয়ার ক্ষেত্রে লিনের উপর ভরসা রাখাই স্বাভাবিক অধিনায়ক কার্তিকের।
ইশাঙ্ক জাগ্গি: ডানহাতি এই মারকুটে ব্যাটসম্যানের আজ অভিষেক হতে পারে রবিনের জায়গায়। জাগ্গি এর আগে বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।
নীতিশ রাণা: ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। আগের ম্যাচে রান পাননি। কিন্তু, এ বারের আইপিএলে তাঁর ফর্ম কেকেআরকে স্বস্তি দিয়েছে বার বার।
শুভমান গিল: দিল্লির বিরুদ্ধে দলের ভরাডুরির মাঝেও লড়াই চালিয়ে গিয়েছিলেন। করেছিলেন লড়াকু ৩৭ রান। স্বাভাবিক ভাবেই কোহালিদের বিরুদ্ধে গিলের দলে থাকা স্বাভাবিক।
আন্দ্রে রাসেল: ব্যাট-বল উভয় দিক থেকেই এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারটি কেকেআরের সম্পদ। বিশেষ করে শেষ কয়েক ওভারে রাসেল ঝড় বড় রান তোলার ক্ষেত্রে দলকে সাহায্য করে এসেছে। রান পেয়েছেন দিল্লি ম্যাচেও।
ক্যামেরুন ডেলপোর্ট: দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারটি ডান হাতে পেস বোলিংয়ের পাশাপাশি বাঁহাতে ব্যাটিংটাও ভালই করেন। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ অভিষেক হতে পারে তাঁর।
পীযূষ চাওলা: সুনীল নারাইনের সঙ্গে স্পিন বিভাগটা সামলানোর দায়িত্ব পীযূষের উপরই রাখতে চাইবেন দীনেশ কার্তিক।
কুলদীপ যাদব: আগের ম্যাচে মাত্র দু’ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। যদিও তেমন সফল হতে পারেননি। তবে এ দিনের ম্যাচে কুলদীপের বাদ পড়ার সম্ভাবনা খুবই কম।
প্রসিদ্ধ কৃষ্ণ: এ ম্যাচে ভাগ্য খুলতে পারে কমলেশ নাগরকোটির জায়গায় দলে আসে কর্নাটকের মিডিয়াম পেসার প্রসিদ্ধ কৃষ্ণর। আগের ম্যাচে শিবম মাভি সফল হতে পারেননি। ফলে প্রসিদ্ধর সুযোগ আসতে পারে।