অনেক টাকায় কেনা আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই ক্রিকেটারেরা

কোটি কোটি টাকা খরচ করে আইপিএলে দলে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারদের। কিন্তু গোটা কয়েক ম্যাচ খেলার পরই তাঁরা কার্যত হারিয়ে যান। সফল না হওয়ায় দল থেকেও বাদ পড়েন। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ০৯:৩৪
Share:
০১ ০৬

কোটি কোটি টাকা খরচ করে আইপিএলে দলে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারদের। কিন্তু গোটা কয়েক ম্যাচ খেলার পরই তাঁরা কার্যত হারিয়ে যান। সফল না হওয়ায় দল থেকেও বাদ পড়েন। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

০২ ০৬

একলব্য দ্বিবেদী: মিডল অর্ডার ব্যাটসম্যান। এক কোটি টাকা দিয়ে গুজরাত লায়ন্স কিনেছিল তাঁকে। তবে, ৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৪ রান। তার পরই বাদ পড়েন দল থেকে। এ বছর দলই পাননি তিনি।

Advertisement
০৩ ০৬

অনিকেত চৌধুরি: গত বছর আরসিবি তাঁকে কিনেছিল ২ কোটি টাকায়। হতাশ করেন দলকে। ৫ ম্যাচে ওভার পিছু ৮.৫৫ রান দিয়ে ৫ উইকেট নেন। তার পরই দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে।

০৪ ০৬

নাথু সিংহ: ২০১৬ আইপিএলে ৩ কোটি ২০ লক্ষে নাথুকে কিনেছিল মুম্বই। নিলামের দর ওঠার পর সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু একটিও ম্যাচে সুযোগ পাননি। পরের বছর গুজরাত লায়ন্স তাঁকে ৫০ লক্ষে কিনে নেয়। কিন্তু দুই ম্যাচে ১ উইকেট নিয়ে আর প্রথম একাদশে জায়গা পাননি।

০৫ ০৬

কেসি কারিয়াপ্পা: ২০১৫ সালে কেকেআর কারিয়াপ্পাকে কিনেছিল ২ কোটি ৪০ লাখে। এত টাকা খরচ করা নিয়ে অনেক কথাও উঠেছিল। সাফল্য পাননি এই ক্রিকেটার। আইপিএলে ওভারপিছু ৯.২৩ রান দিয়ে ৮ উইকেট নেওয়া ক্রিকেটার প্রায় হারিয়েই গিয়েছেন।

০৬ ০৬

টাইমল মিলস: ইংল্যান্ড দলের বাঁ-হাতি ফাস্ট বোলার টাইমাল মিলসকে কিনেছিল আরসিবি। খরচ করেছিল ১২ কোটি। কিন্তু কিছু দিনের মধ্যেই দল বুঝে যায় কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement