আজ ধোনি-কোহালির ধুন্ধুমার চিন্নাস্বামীতে, নজর রাখুন এঁদের দিকে

কোহালি বনাম ধোনি। আইপিএলের সেরা লড়াইগুলোর অন্যতম যে লড়াইয়ে বুধবার চিন্নাস্বামীতে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে পারফরম্যান্সের বিচারে বেঙ্গালুরু চেয়ে অনেকটাই এগিয়ে চেন্নাই। দুই ক্যাপ্টেন তো রয়েছেনই, ধুন্ধুমার লড়াইয়ে নজর রাখুন এই ক্রিকেটারদের দিকেও, যে কোনও সময় যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ১৪:৫২
Share:
০১ ১১

কোহালি বনাম ধোনি। আইপিএলের সেরা লড়াইগুলোর অন্যতম যে লড়াইয়ে বুধবার চিন্নাস্বামীতে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে পারফরম্যান্সের বিচারে বেঙ্গালুরু চেয়ে অনেকটাই এগিয়ে চেন্নাই। দুই ক্যাপ্টেন তো রয়েছেনই, ধুন্ধুমার লড়াইয়ে নজর রাখুন এই ক্রিকেটারদের দিকেও, যে কোনও সময় যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন।

০২ ১১

বিরাট কোহালি: দুর্দান্ত ফর্মে আছেন বেঙ্গালুরুর অধিনায়ক। দল লিগ তালিকার ছ’নম্বরে থাকায় আরও আক্রমণাত্মক হতে পারেন বিরাট। ছবি: এএফপি।

Advertisement
০৩ ১১

এবি ডে’ভিলিয়ার্স: গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে একার চেষ্টাতেই ম্যাচ জিতিয়েছেন এবি। কিংস ইলেভেনের বিরুদ্ধেও ম্যাচ জিতিয়েছিল তাঁর হাফ সেঞ্চুরি। ছবি: পিটিআই।

০৪ ১১

ওয়াশিংটন সুন্দর: এখনও পর্যন্ত তেমন কিছু করে দেখাতে পারেননি এই অফ স্পিনার। তবে তিনি ফর্মে থাকলে কিন্তু সমস্যায় পড়বেন ধোনিরা।

০৫ ১১

উমেশ যাদব: রয়্যালস ম্যাচ বাদ দিলে দুরন্ত ফর্মে রয়েছেন এই ডানহাতি পেসার। এখনও পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন তিনি। ছবি: পিটিআই।

০৬ ১১

যুজবেন্দ্র চাহাল: পরিচিত ছন্দে এখনও পাওয়া যায়নি এই রিস্ট স্পিনারকে। তবে তিনি ফর্মে থাকলে যে ম্যাচের রং বদলে দিতে পারেন, তাতে কোনও সন্দেহ নেই। ছবি: এএফপি।

০৭ ১১

শেন ওয়াটসন: চলতি আইপিএলে সেঞ্চুরি করে ফেলেছেন ৩৭-এর এই অজি তারকা। বল হাতেও যথেষ্ট কার্যকর। ছবি: পিটিআই।

০৮ ১১

সুরেশ রায়না: প্রথম দুটো ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই বাঁহাতি। ছবি: এএফপি।

০৯ ১১

মহেন্দ্র সিংহ ধোনি: কিংস ইলেভেনের ম্যাচ বাদ দিলে এখনও তেমন ভাবে ঝলসে ওঠেনি ধোনির ব্যাট। তবে তাঁর ব্যাট চললে কী হতে পারে তার প্রমাণ এর আগে বহু বার পাওয়া গিয়েছে। ছবি: এএফপি।

১০ ১১

দীপক চাহার: ২৫ বছরের এই পেসার দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ছবি: এএফপি।

১১ ১১

শার্দুল ঠাকুর: দীপক-শার্দুল জুটি এ বারে দুর্দান্ত বল করছেন। এখনও পর্যন্ত ছয় উইকেট নেওয়া শার্দুলের দিকে নজর রাখতেই হবে। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement