নাইটরা জেতায় প্লেঅফ পরিস্থিতি কতটা বদলে গেল

ইডেনে নাইটদের ছয় উইকেটে জয়ের ফলে বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে পয়েন্ট টেবিলে। পরিবর্তন ঘটেছে দলগুলির প্লেঅফ ভাগ্যেও। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের এই ম্যাচের পর প্লে অফের লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ১৪:১১
Share:
০১ ০৬

ইডেনে নাইটদের ছয় উইকেটে জয়ের ফলে বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে পয়েন্ট টেবিলে। পরিবর্তন ঘটেছে দলগুলির প্লেঅফ ভাগ্যেও। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের এই ম্যাচের পর প্লে অফের লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে।

০২ ০৬

এই মুহূর্তে প্লেঅফের লড়াইয়ে আছে পাঁচটি দল, নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, কিঙ্গস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: এএফপি।

Advertisement
০৩ ০৬

নাইট রাইডার্স যদি শেষ ম্যাচ জেতে, তবে নিশ্চিত ভাবেই প্লেঅফে খেলবে। ছবি: পিটিআই।

০৪ ০৬

যদি শেষ ম্যাচ কলকাতা হারে এবং মুম্বই, বেঙ্গালুরু তাদের বাকি দু’টি ম্যাচ জেতে, তা হলে নাইটরা ছিটকে যেতে পারে কারণ এই মুহূর্তে দুই দলেরই নেট রান রেট নাইটদের চেয়ে ভাল। ছবি: এএফপি।

০৫ ০৬

পরবর্তী দু’টি ম্যাচের দু’টিতেই জিতলে নিশ্চিত ভাবেই প্লেঅফে যাচ্ছে পঞ্জাব। তবে একটা ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট নিয়ে গেলদের সামান্য আশা থাকবে। তবে তাদের নেট রান রেট (-০.৫১৮) খুবই খারাপ। ছবি: এএফপি।

০৬ ০৬

রাজস্থান যদি তাদের শেষ ম্যাচ জেতে তা হলে তাদেরও কিছু আশা থাকবে। সে ক্ষেত্রে বেঙ্গালুরুকে বড় ব্যবধানে হারাতে হবে এবং মুম্বইয়ের শেষ দুই ম্যাচের ফলের দিকে নজর দিতে হবে। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement