লক্ষ্য: অলিম্পিক্সে সাফল্য নিয়ে আশাবাদী বাত্রা। টুইটার
করোনাভাইরাস যাতে ভারতের খেলার মাঠে ঢুকে না পড়ে সে দিকে সতর্ক নজর রাখছে সবর্ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ)। বুধবার কলকাতায় এসে প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা বলে দিলেন, ‘‘করোনাভাইরাস নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত ও সচেতন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। ওরা যা নির্দেশ পাঠাচ্ছেন তা সব সংস্থাকে পাঠিয়ে দিচ্ছি। ডাক্তাররাও কাজ করছেন।’’
টোকিয়োতে এ বার অলিম্পিক্স। সেখানে যোগ্যতামান পাওয়ার জন্য বিভিন্ন দেশের নানা প্রতিযোগিতায় যাচ্ছেন ক্রীড়াবিদরা। যেখানে চিনের খেলোয়াড়রাও আসছেন। ভারতেও নানা ইভেন্ট হচ্ছে। সেখানেও আসছেন চিনের খেলোয়াড়রা। সে জন্যই এই সতর্কতা। জানিয়ে দিয়েছেন অলিম্পিক্স সংস্থার প্রধান। এ দিন বিওএ অফিসে বসে বাত্রা জানিয়ে দেন, ‘‘টোকিয়ো অলিম্পিক্স থেকে দু’অঙ্কের পদক আসবে বলে আমরা আশাবাদী। প্যারিসে ২০২৪ সালে আমাদের লক্ষ্য ২০ পদক। সেভাবেই প্রস্তুতি চলছে। ভারোত্তোলন থেকেও পদক আসবে।’’ ২০৩২ সালে ভারত অলিম্পিক্সের জন্য আয়োজন করার দাবি জানাবে ভারত। পাশাপাশি গোয়ার পর বাংলায় জাতীয় গেমস হতে পারে ইঙ্গিত দিয়ছেন তিনি। এ দিন তিনি বলেন, ‘‘দেশের রাজনীতির চেয়ে খেলার মাঠে রাজনীতি বেশি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে খেলা। ভাল খেলোয়াড় তুলতে না পারলে কর্তাদের কোনও দাম নেই। খেলোয়াড়দের জন্যই কর্তারা এগিয়ে যান। তা মাথায় রাখতে হবে।’’