Wrestling

ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক কুস্তি, আজ থেকে বিশ্বকাপ

ব্যক্তিগত স্তরে এই বিশ্বকাপ হচ্ছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৪:২৬
Share:

দর্শকহীন স্টেডিয়ামেই হবে প্রতিযোগিতা। ছবি টুইটার থেকে নেওয়া।

ভারতীয় কুস্তিগীরদের জন্য খুশির খবর। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে আন্তর্জাতিক কুস্তি। আজ, শনিবার থেকে সার্বিয়ার বেলগ্রেডে শুরু হচ্ছে কুস্তির বিশ্বকাপ।

Advertisement

বিভিন্ন দেশ আপত্তি জানানোর পর কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপ বাতিল করে দেয় বিশ্ব কুস্তি সংস্থা। তার বদলে ব্যক্তিগত স্তরে এই বিশ্বকাপ হচ্ছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে।

তবে বজরং পুনিয়া, বিনেশ ফোগাট এই প্রতিযোগিতায় নামছেন না। সদ্য বিবাহিত পুনিয়া আপাতত অনুশীলনে মন দিয়েছেন। তিনি আমেরিকার ক্লিফ কিন রেস্টলিং ক্লাবে তাঁর নিজের কোচ শাকো বেনতিনিদিস ও মিচিগানের প্রধান কোচ শন বর্মেটের কাছে অনুশীলন করবেন। এরপর ১৮ ডিসেম্বর থেকে টেক্সাসের অস্টিনে ফ্লো রেস্টলিং মিটে নামবেন।

Advertisement

আরও পড়ুন: বিশ্বনাথন আনন্দের বায়োপিক তৈরি হচ্ছে​

আরও পড়ুন: ফের ধাক্কা অজিদের, ছিটকে গেলেন পুকোভস্কি, দলে হ্যারিস

ইতিমধ্যেই টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলা দীপক পুনিয়া এবং রবি দাহিয়া বিশ্বকাপে নামবেন। গত ৯ মাসে এটাই তাঁদের প্রথম প্রতিযোগিতা হতে চলেছে। অলিম্পিকের আগে এই প্রতিযোগিতা অনেকের কাছেই প্রস্তুতির বড় সুযোগ করে দেবে। অতিমারীর মধ্যে প্রায় কেউই সেভাবে অনুশীলন করতে পারেননি। ভারতীয় কুস্তি সংস্থা জাতীয় শিবিরের আয়োজন করলেও অনেকেই সেখানে যাননি। এর বড় কারণ, কোভিড প্রোটকল মেনে কুস্তি সংস্থা জাতীয় শিবিরে অনুশীলনের সময় কোনও পার্টনারকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement