রোনাল্ডোর পুরস্কার বনাম মেসির চোট

হতে পারে এটা কাকতালীয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চোটের কয়েক ঘণ্টার মধ্যেই রিয়াল মাদ্রিদের সবথেকে স্বাস্থ্যকর ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৯
Share:

হতে পারে এটা কাকতালীয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চোটের কয়েক ঘণ্টার মধ্যেই রিয়াল মাদ্রিদের সবথেকে স্বাস্থ্যকর ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

একই দিনে যে দুটো ঘটনা ঘটবে, সেটা জানা ছিল না কারও। তবে রোনাল্ডোকে এই আখ্যা দেওয়ার সময়টাও উসকে দিল প্রতিদ্বন্দ্বিতার রেশ। ঘটনাটা কী? রিয়াল-মালাগা ম্যাচ শুরু হওয়ার আগে ক্লাবের এক স্পনসর রোনাল্ডোকে ফিট থাকার জন্য সবথেকে স্বাস্থ্যকর ফুটবলার নির্বাচিত করল। মাঠে নামার সময় একটা স্মারকও দেওয়া হয় সিআর সেভেনকে। যে ঘটনার কিছু সময় আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন মেসি। আর তাতেই মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া— তোলপাড় সর্বত্র। কেউ কেউ তো মনে করছে এটা ইচ্ছে করেই করা।

মেসি ও রোনাল্ডো, দু’জনের কারও সময়ই অবশ্য খুব একটা ভাল যাচ্ছে না। গুরুতর চোট পেয়ে পরের ছয় থেকে আট সপ্তাহ খেলতে পারবেন না মেসি। আর দলের সেরা বাজিকে ছেড়ে বার্সার খেলার স্টাইল পাল্টাতে হবে, সে কথা বলছেন কোচ লুইস এনরিকে। ‘‘মেসিকে পাব না, তাই দলের অনেক কিছুই পাল্টাতে হবে।’’ সঙ্গে বার্সার স্প্যানিশ কোচ যোগ করেন, ‘‘আমাদের এটার সঙ্গে ঠিক মানিয়ে নিতে হবে। বাকি ফুটবলারদের প্রমাণ করতে হবে তারা চ্যালেঞ্জ নিতে তৈরি।’’ যদিও এনরিকের সেরা অস্ত্র সমর্থকদের কিছুটা স্বস্তি দিয়ে এ দিন থেকে রিহ্যাব শুরু করে দিলেন।

Advertisement

পাশাপাশি আবার ঝড়ের মতো মরসুম শুরু করলেও শেষ তিন লা লিগা ম্যাচে কোনও গোল করতে পারেননি রোনাল্ডো। যদিও তাঁর রিয়াল সতীর্থ মার্সেলোর দাবি, মালাগার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের জন্য শুধু মাত্র সিআর সেভেন দায়ী নয়। ‘‘রোনাল্ডো সব সময় গোল করে। শুধু ও গোল মিস করেনি। আমরা সবাই মিস করেছি,’’ বলছেন মার্সেলো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement