অমিত খাতরি। ছবি টুইটার
ভারতের অ্যাথলেটিক্সে এখন পদকের ঢেউ। অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা পাওয়ার পরে এ বার ছোটদের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক পেল ভারত। ১০ হাজার মিটার হাঁটায় রুপো জিতলেন অমিত খাতরি। এর আগে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ জিতেছে ভারত।
শনিবার কেনিয়ার নাইরোবিতে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্সে অমিত ১০ হাজার মিটার হাঁটায় সময় নেন ৪২:১৭.৯৪ মিনিট। সোনাও জিততে পারতেন তিনি। অনেকটা সময়ই এগিয়ে ছিলেন ১৭ বছরের অমিত। কেনিয়ার হেরিস্টোন ওয়ানিয়োনি সোনা জেতেন। তাঁর সময় ৪২:১০.৮৪ মিনিট। স্পেনের পল ম্যাকগ্রাথ ৪২:৩১.১১ মিনিট সময় করে ব্রোঞ্জ পান।
এই বছরের জানুয়ারিতে জাতীয় রেকর্ড করেছিলেন অমিত। জুনিয়র ফেডারেশন কাপে ৪০:৪০.৯৭ মিনিট সময় করে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে মহিলাদের ১০ হাজার মিটার হাঁটায় ভারতের বলজিৎ কৌর সপ্তম স্থানে শেষ করেন।