অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও তাঁর দল লড়াইয়ে পিছিয়ে থাকবে না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন জানিয়ে দিলেন ভারতীয় মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান। যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চোট সারিয়ে দলে ফিরেছেন বাংলার পেসার ঝুলন গোস্বামী।
অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ লিগে ইংল্যান্ডের মেয়েরাও অনেকেই খেলেন। যার ফলে ওই দুই দেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। হরমনপ্রীত যা নিয়ে বুধবার বলেন, ‘‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মেয়েদের টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের সেই তুলনায় অভিজ্ঞতা কম। কিন্তু আমরা প্রচুর খাটছি। আশা করি ভাল কিছু করতে পারব।’’
এই ত্রিদেশীয় সিরিজে তাঁর দল অনেক কিছু শিখবে বলে মনে করছেন ভারত অধিনায়ক। বলেন, ‘‘আমাদের অনেক কিছু শিখতে হবে এই টুর্নামেন্ট থেকে। প্রতি ম্যাচই আমাদের কাছে নতুন একটা চ্যালেঞ্জ। আমরা জানি দু’দলই টি-টোয়েন্টিতে ভাল খেলে। কিন্তু আমরাও লড়াই করব।’’
সদ্য ভারতে এসে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে মিতালি রাজদের ৩-০ হারিয়েছে। ফিল্ডিংয়েই তাঁরা পিছিয়ে গিয়েছেন বলে ধারণা হরমনপ্রীতের। বলেন, ‘‘টি-টোয়েন্টিতে আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। যার মধ্যে একটা হল ফিল্ডিং। ওয়ান ডে সিরিজেও আমরা প্রচুর রান দিয়েছি খারাপ ফিল্ডিংয়ের জন্য।’’
দক্ষিণ আফ্রিকায় গিয়ে অবশ্য তাদের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ হারিয়ে এসেছেন ভারতের মেয়েরা। সেই সাফল্য নিয়ে হরমনপ্রীত বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেলার সময় দলের প্রত্যেকে ক্রিকেটটা উপভোগ করেছে। কারণ, এই ফর্ম্যাটে আমরা প্রায় ১৪-১৫ মাস পরে খেলতে নেমেছিলাম তখন। এটা আর একটা সিরিজ। সে রকম খেলতে পারলে নিশ্চয়ই ভাল ফল হবে।’’
মুম্বইয়ে এই সিরিজে ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৫ ও ২৬ মার্চ যথাক্রমে ইংল্যান্ড ও ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা। ইংল্যান্ডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ আগামী বৃহস্পতিবার। দুই সেরা দলকে নিয়ে ফাইনাল ৩১ মার্চ।