জয়ী: চমক ভামব্রির। ফাইল চিত্র
কেরিয়ারের সব চেয়ে বড় জয় পেলেন ইউকি ভামব্রি। ইন্ডিয়ান ওয়েলসে বিশ্বের ১২ নম্বর লুকাস পাওলিকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১০ নম্বর ইউকি দ্বিতীয় রাউন্ডে এক ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-৪ হারান ফ্রান্সের তারকাকে। ২৫ বছর বয়সি ইউকির এর আগে কেরিয়ারে সবচেয়ে বড় জয় ছিল ২০১৭-র অগস্টে বিশ্বের ২২ নম্বর গেইল মঁফিসকে হারানো।
তাঁর আগে ২০১৪ সালেও বিশ্বের ১৬ নম্বর ফাবিও ফগনিনিকে হারান ইউকি চেন্নাই ওপেনে। তবে সেই ম্যাচে ফিটনেসের সমস্যার জন্য ইতালির তারকা সরে দাঁড়িয়েছিলেন। এ দিন ম্যাচে জয়ের পরে উচ্ছ্বসিত ভামব্রি বলেছেন, ‘‘আমি সার্ভটা ভাল করতে পেরেছি, আগ্রাসী ভাবে খেলতেও পেরেছি। সেটাই বড় ব্যাপার। ক্রমাগত আমি চাপ দিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছি বিপক্ষের উপরে। যা সুযোগই পেয়েছি, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। সেটাই ফলে গেল।’’