কোহালির এমন হুংকার আর দেখা গেল না অ্যাডিলেডে। -ফাইল চিত্র।
১৯ ডিসেম্বর তারিখটি ভারতীয় ক্রিকেটে এখন ইতিহাস। এই দিনে ভারত টেস্ট ক্রিকেটে তাদের সবথেকে কম রান করল। ১৯ ডিসেম্বরের তাৎপর্য এখানে শেষ নয়। চার বছর আগে এই দিনেই ভারত টেস্টে তাদের সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছিল।
দুটি ঘটনাই বিরাট কোহালির অধিনায়কত্বে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। চার বছর আগে এই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান তুলে ডিক্লেয়ার করে দিয়েছিল ভারত।
২০১৬ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে ফিল্ডিং করতে হয় কোহালিদের। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৭৭ রান তোলে। জবাবে ভারত ৭ উইকেটে ৭৫৯ রান করে। করুণ নায়ার ৩০৩ রান করে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল মাত্র ১ রানের জন্য দ্বিশতরান পাননি।
আরও পড়ুন: দেড় শতকে এই প্রথম দশকহীন ক্রিকেট
এছাড়া পার্থিব পটেল ৭১, রবিচন্দ্রন অশ্বিন ৬৭ এবং রবীন্দ্র জাডেজা ৫১ রান করেন। দ্বিতীয় দিন ১৭ ডিসেম্বরে ব্যাট করতে নামে ভারত। দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৬০। তৃতীয় দিনের শেষে ভারত ছিল ৪ উইকেটে ৩৯১। পরের দিন, অর্থাৎ ১৯ ডিসেম্বর ৭ উইকেটে ৭৫৯ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। ইংল্যান্ডকে ওই ম্যাচে ইনিংস ও ৭৫ রানে হারায় ভারত।
এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের অ্যাডিলেড টেস্টে বিরাট কোহালি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ভারতের ২৪৪ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৯১ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে কোহালিরা গুটিয়ে যান ৩৬ রানে। ভারতের কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। কোহালিদের হারতে হয় ৮ উইকেটে। বিরাট কোহালি ছাড়াও এই ম্যাচের তিনজন, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ওই ম্যাচেও খেলেন।