সহজ জয় দিয়ে শুরু শ্রীকান্তের অভিযান

গ্লাসগোয় সের্জেই সিরান্তের বিরুদ্ধে জিততে বিশেষ পরিশ্রম করতে হয়নি শ্রীকান্তকে। মাত্র ২৮ মিনিটে ভারতীয় তারকা ম্যাচ জিতে নেন ২১-১৩, ২১-১২ গেমে। আজ, মঙ্গলবার শ্রীকান্তের ম্যাচ ফ্রান্সের লুকাস কর্ভির বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৪:৪৫
Share:

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালই হল ভারতের। সোমবার প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন কিদম্বি শ্রীকান্ত এবং সমীর বর্মা।

Advertisement

গ্লাসগোয় সের্জেই সিরান্তের বিরুদ্ধে জিততে বিশেষ পরিশ্রম করতে হয়নি শ্রীকান্তকে। মাত্র ২৮ মিনিটে ভারতীয় তারকা ম্যাচ জিতে নেন ২১-১৩, ২১-১২ গেমে। আজ, মঙ্গলবার শ্রীকান্তের ম্যাচ ফ্রান্সের লুকাস কর্ভির বিরুদ্ধে।

গত কয়েক মাস ধরে খুব ভাল ফর্মে আছেন শ্রীকান্ত। চলতি মরসুমে ইন্দোনেশিয়ান ওপেন সুপার সিরিজ এবং অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জিতেছেন তিনি। এ দিনও রুশ প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি তিনি। প্রথম গেমের শুরুতে ৬-১ এগিয়ে যান শ্রীকান্ত। এর পরে স্কোর গিয়ে দাঁড়ায় ১৫-৭। এর পর সের্জেই পরপর কয়েকটা পয়েন্ট জিতেছিলেন ঠিকই, কিন্তু সেটা খুব কাজে আসেনি। দ্বিতীয় গেমেও অপ্রতিরোধ্য দেখিয়েছে শ্রীকান্তকে। শুরুতে ২-২ থাকলেও এর পর একটার পর একটা পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকেন শ্রীকান্ত। ছ’পয়েন্টে এগিয়ে থেকে যান তিনি। ১৫-৯ থেকে শেষ পর্যন্ত জিতে যান ২১-১২। জেতার পরে আট নম্বর বাছাই শ্রীকান্ত বলেছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে প্রচুর খেটেছি। এ রকম বড় টুর্নামেন্টে প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ সব সময়ই কঠিন হয়। আমি খুশি এই পরীক্ষায় পাশ করে। এই জয়ে অনেক অত্মবিশ্বাস বাড়বে।’’

Advertisement

আরও পড়ুন: ৪৪ পাসে বিস্ময় গোল রিয়ালের

সমীর বর্মাকে অবশ্য পুরো ম্যাচ খেলতেই হয়নি। ২১-৮, ১৭-৪ এগিয়ে থাকার সময়ই তাঁর প্রতিদ্বন্দ্বী স্পেনের পাবলো আবিয়ান ম্যাচ ছেড়ে দেন। এ দিন মিক্সড ডাবলসে লড়াইটা অবশ্য সহজ হয়নি। শেষ পর্যন্ত ভারতের সাত্বিক সাইরাজ এবং কে মণীশার জুটি ২৪-২২, ২১-১৭ হারায় হংকংয়ের জুটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement