পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে রুপো জিতলেন স্বপ্নিল কুশালে। ফাইল চিত্র
শ্যুটিং বিশ্বকাপে ভাল ছন্দে ভারতীয় শ্যুটাররা। মঙ্গলবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত প্রতিযোগিতায় সোনা জিতেছিল ভারত। এ বার পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে রুপো জিতলেন স্বপ্নিল কুশালে। ফাইনালে ইউক্রেনের প্রতিযোগীর কাছে হারলেও ভারতের তরুণ শ্যুটারদের নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় শ্যুটিং দলের কোচ জয়দীপ কর্মকার। শ্যুটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত ভাল ফল করবে বলেই আশা প্রাক্তন অলিম্পিয়ানের।
এই মুহূর্তে দলের সঙ্গে আজেরবাইজানের বাকুতে রয়েছেন জয়দীপ। সেখান থেকে আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘‘স্বপ্নিল খুব ভাল খেলেছে। প্রথম বার বিশ্বকাপের ফাইনালে উঠে রুপো জেতা খুব সহজ নয়। ইউক্রেনের প্রতিযোগী খুব ভাল খেলছিল। তাই শেষ পর্যন্ত ওর কাছে হারতে হয়েছে।’’ উল্লেখ্য নিজের ব্যক্তিগত সেরা স্কোর (৫৯১) করে ফাইনালে ওঠেন স্বপ্নিল।
ভারতীয় দলের বাকি শ্যুটাররাও ভাল ছন্দে রয়েছেন। এ বারেই প্রথম বার সিনিয়র বিশ্বকাপে খেলতে নেমেছেন গোল্ডি গুর্জর ও দীপক কুমার। তাঁরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন জয়দীপ।
এই বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিন পরে দক্ষিণ কোরিয়াতে আবার শ্যুটিং বিশ্বকাপ শুরু হবে। সেখানে ভারতীয় দলে অন্য শ্যুটাররা থাকবেন। ফলে অনেক শ্যুটারকে দেখে নেওয়ার সুযোগ হবে বলে জানিয়েছেন জয়দীপ। তিনি বললেন, ‘‘পরের বিশ্বকাপে পুরো দলটাই বদলে যাবে। ফেডারেশন নিয়ম করেছে, এক বছর কোনও শ্যুটার দু’টো বিশ্বকাপ খেললে পরের বিশ্বকাপে সে আর নামতে পারবে না। ফলে আরও অনেক শ্যুটারকে দেখে নেওয়ার সুযোগ হবে। বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে নামার আগে অনেক বিকল্প থাকবে আমাদের হাতে। সেটা ভারতীয় শ্যুটিংয়ের পক্ষেই ভাল।’’
মেয়েদের দলগত প্রতিযোগিতায় এলাভেনিল ভালারিভান, রামিতা ও শ্রেয়া অগ্রবাল সোনা জেতেন। তাঁদের মধ্যে এলাভেনিল টোকিয়ো অলিম্পিক্সে খেলেছিলেন। মেয়েদের কৃতিত্বের প্রশংসাও শোনা গিয়েছে জয়দীপের মুখে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।