সাইক্লিং। ছবি: রয়টার্স।
প্রত্যাখ্যান করার ১০ দিন পর মেনে নিল সুইজারল্যান্ড দূতাবাস। এ বার জুনিয়র ট্র্যাক সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে সুইজারল্যান্ডের এইজেলে। কিন্তু প্রথমে ভারতের জাতীয় জুনিয়র সাইক্লিং দলকে ভিসা দিতে চায়নি সুইজারল্যান্ড দূতাবাস। কিন্তু বৃহস্পতিবার নিজেদের সিদ্ধান্ত বদল করে ভারতীয় দলকে ভিসা দিল আয়োজক দেশ।
ছয় সদস্যের ভারতীয় দল ও কোচ অমর সিংহের এ বার এই ইভেন্টে যোগ দিতে আর কোনও বাধা থাকল না। ১৫ থেকে ১৯ অগস্ট হবে এই প্রতিযোগিতা। ছয় সদস্যের ভারতীয় দলে রয়েছে বিলাল আহমেদল দার, গুরপ্রিত সিংহ, মনোজ সাহু, নমন কপিল ও ভেনকাপ্পা শিভাপ্পা। সুইজারল্যান্ড ভিসার দায়িত্বে থাকা মার্কাস এঞ্জেলার ভারতীয় সাইক্লিং ফেডারেশনকে চিঠিতে লেখেন, ‘‘আমরা আমন্ত্রণের চিঠি ও হোটেল বুকিং খতিয়ে দেখার পর ভারতীয় সাইক্লিং দলকে ভিসা দিচ্ছি।’’
২৩ জুলাই সুইস দূতাবাস ভারতের ভিসা দিতে অস্বীকার করে। তার পিছনে বিভিন্ন কারণও দেখানো হয়। যদিও সিএফআই সচিব ওঙ্কার সিংহ জানান, তাঁরা সব সঠিক নথিই দিয়েছিল। সঙ্গে আমন্ত্রণের চিঠিও তাঁরা দেওয়া হয়েছিল। সবটাই নিয়ম মেনে করা হয়েছিল। এর পর ফেডারেশনের তরফে দূতাবাসে চিঠি দিয়ে বিস্তারিত জানানো হয়। এর পর অফিশিয়ালদের সঙ্গে আলোচনায় বসেন ফেডারেশনের কর্তারা। শেষ পর্যন্ত সমস্য়া মিটল।
আরও পড়ুন
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মারিনের কাছে হার সাইনার