ইংল্যাল্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হারের ফলে হাতছাড়া হয়ে গিয়েছে সিরিজ। বড়সড় ধাক্কা খেয়েছে টিম কোহালি। সমালোচনার মুখে শাস্ত্রী-কোহালিরা। পরিস্থিতি যা তাতে শেষ টেস্টে বেশ কিছু বদল আসতে পারে ভারতীয় দলে। সূত্রের খবর, বাদ পড়তে পারেন অন্তত চার ক্রিকেটার।
ইংল্যাল্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হারের ফলে হাতছাড়া হয়ে গিয়েছে সিরিজ। বড়সড় ধাক্কা খেয়েছে টিম কোহালি। সমালোচনার মুখে শাস্ত্রী-কোহালিরা। পরিস্থিতি যা তাতে শেষ টেস্টে বেশ কিছু বদল আসতে পারে ভারতীয় দলে। সূত্রের খবর, বাদ পড়তে পারেন অন্তত চার ক্রিকেটার।
শিখর ধওয়ন: বিরাট কোহালির অন্যতম প্রিয় পাত্র। তাই হয়তো ব্যর্থতার পরও দলে থেকে গিয়েছেন। বার বার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। চতুর্থ টেস্টেও ব্যর্থতা শিখরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল।
লোকেশ রাহুল: শিখর ধওয়নের মতো একই অবস্থা রাহুলের। সাফল্য নেই বললেই চলে। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে তো মাত্র সাত বল ক্রিজে থাকতে পেরেছিলেন। রাহুলের ফর্মও তাঁর দলে থাকার পক্ষে অন্তরায় হয়ে উঠছে।
হার্দিক পাণ্ড্য: দু’-একটা ক্ষেত্রে নজর কেড়েছেন ঠিকই। বোলার হিসেবে কিছুক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় উইকেট পেয়েছেন। কিন্তু, অলরাউন্ডার হিসেবে পাণ্ড্য পুরোপুরি ব্যর্থ। বিশেষ করে চতুর্থ টেস্টে যখন ব্যাটসম্যান পাণ্ড্যকে দরকার ছিল, তখনও দলকে হতাশ করেছেন।
রবিচন্দ্রন অশ্বিন: এই মুহূর্তে দলের সেরা স্পিনার। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অশ্বিনের পারফরম্যান্স হতাশাজনক। চতুর্থ টেস্টে মাত্র তিন উইকেট পেয়েছেন। খরচ করেছেন প্রচুর রান। সেখানে ইংল্যান্ডের মইন আলিরা রীতিমতো সফল। তাই শেষ টেস্টে দলে জায়গা পেতে পারেন রবীন্দ্র জাডেজা।