Paris Olympics 2024

লভলিনা, নিখাতের সামনে চ্যালেঞ্জ! প্যারিস অলিম্পিক্সে কঠিন গ্রুপে ভারতের দুই বক্সার

প্যারিস অলিম্পিক্সে শুরুতেই চ্যালেঞ্জ ভারতের দুই বক্সার নিখাত জ়ারিন ও লভলিনা বরগোহাঁইয়ের সামনে। কঠিন গ্রুপে পড়েছেন ভারতের দুই মহিলা বক্সার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১৫:০৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তাঁদের হাত ধরে পদকের আশা রয়েছে ভারতের। কিন্তু প্যারিস অলিম্পিক্সে শুরুতেই চ্যালেঞ্জ ভারতের দুই বক্সার নিখাত জ়ারিন ও লভলিনা বরগোহাঁইয়ের সামনে। কঠিন গ্রুপে পড়েছেন ভারতের দুই মহিলা বক্সার।

Advertisement

৫০ কেজি বিভাগে প্রথম রাউন্ডে নিখাতের সামনে জার্মানির কারিনা ক্লোয়েৎজ়ার। তাঁকে হারালে দ্বিতীয় রাউন্ডে চিনের উ ইউয়ের বিরুদ্ধে খেলতে হতে পারে নিখাতকে। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছেন উ। ৫০ কেজি বিভাগে শীর্ষ বাছাই তিনি।

চিনের প্রতিপক্ষকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের চুথামাত রক্ষত বা উজবেকিস্তানের সাবিনা বোবোকুলোভার বিরুদ্ধে খেলতে হতে পারে নিখাতকে। ফেব্রুয়ারি মাসে সাবিনার কাছে হেরেছিলেন নিখাত। সেই প্রতিযোগিতায় চিনের উ-কেও হারিয়েছিলেন সাবিনা। চুথামাতের কাছে এশিয়ান গেমসের রুপো জয়ের ম্যাচে হেরেছিলেন নিখাত। তাই অলিম্পিক্সে পদক পেতে হলে নিজের সেরাটা দিতে হবে নিখাতকে।

Advertisement

টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডে নরওয়ের সুন্নিভা হফস্ট্যাডের বিরুদ্ধে খেলবেন। কোয়ার্টার ফাইনালে উঠলে চিনের লি কিউয়ানের বিরুদ্ধে খেলতে হতে পারে তাঁকে। লিয়ের বিরুদ্ধে গত বছর এশিয়ান গেমসের ফাইনালে হেরেছিলেন লভলিনা। তাই তাঁর সামনেও কঠিন চ্যালেঞ্জ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement