মহেশদের পাক-দ্বৈরথ নভেম্বরে

আন্তর্জাতিক টেনিস সংস্থা এই টাই পিছিয়ে দিল। নভেম্বরে পাকিস্তানে খেলতে যেতে হবে রোহন বোপান্না, রামকুমার রামনাথনদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৯ ০৩:৪৮
Share:

নভেম্বরে পাকিস্তানে খেলতে যেতে হবে রোহন বোপান্না, রামকুমার রামনাথনদের।

দুই দেশের রাজনৈতিক অস্থিরতার জেরে আগামী মাসে পাকিস্তানে ডেভিস কাপের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত স্বস্তি পেল ভারতের জাতীয় টেনিস সংস্থা। আন্তর্জাতিক টেনিস সংস্থা এই টাই পিছিয়ে দিল। নভেম্বরে পাকিস্তানে খেলতে যেতে হবে রোহন বোপান্না, রামকুমার রামনাথনদের।

এ দিন ডেভিস কাপ কমিটির সিদ্ধান্তে ম্যাচ পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার ও মঙ্গলবার এআইটিএ ও আইটিএফ-এর সঙ্গে বৈঠক বাতিল করার পরে আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখে ডেভিস কাপ কমিটি। এ দিন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এক বিবৃতিতে বলে, ‘‘পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নভেম্বরে পাকিস্তান সফর করুক ভারত।’’ ডেভিস কাপ কমিটির প্রধান লক্ষ্য খেলোয়াড়দের নিরাপত্তা। তার জন্য প্রতিযোগিতা পিছতে তারা রাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement