রেকর্ড গড়ে অ্যাডিলেড টি-টোয়েন্টিতে জয় ছিনিয়ে আনলেন ঝুলনরা

প্রজাতন্ত্র দিবসে বিদেশের মাটিতে ভারতীদের জয়জয়কার! টেনিস-ক্রিকেটের মঞ্চে দেশীয় খেলোয়াড়দের দাপট দেখার পর এমনটাই বলা যেতেই পারে। মঙ্গলবার অ্যাডিলেডে পুরুষ ও মহিলা— দুই ক্রিকেটেই জয় আনল টিম ইন্ডিয়া। বিরাট কোহলিরা যখন স্মিথ-ফিঞ্চদের নাকানিচোবানি খাওয়াচ্ছেন তখন ওই শহরেই ভারতের মহিলা টি-টোয়েন্টি টিমকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন মিতালী রাজ-ঝুলন গোস্বামীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:০২
Share:

হরমনপ্রীত কউর ভুল্লার।

প্রজাতন্ত্র দিবসে বিদেশের মাটিতে ভারতীদের জয়জয়কার! টেনিস-ক্রিকেটের মঞ্চে দেশীয় খেলোয়াড়দের দাপট দেখার পর এমনটাই বলা যেতেই পারে। মঙ্গলবার অ্যাডিলেডে পুরুষ ও মহিলা— দুই ক্রিকেটেই জয় আনল টিম ইন্ডিয়া। বিরাট কোহলিরা যখন স্মিথ-ফিঞ্চদের নাকানিচোবানি খাওয়াচ্ছেন তখন ওই শহরেই ভারতের মহিলা টি-টোয়েন্টি টিমকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন মিতালী রাজ-ঝুলন গোস্বামীরা। টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পেয়ে রেকর্ড গড়লেন ভারতীয় মহিলারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালেন ঝুলনরা। পুরুষদের মতোই তিন ম্যাচের সিরিজে এখন ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া।

Advertisement

আরও পড়ুন:
ব্যাটে-বলে কেরামতি, অ্যাডিলেডে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

এর আগে গত বছরের জুলাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করে ১২৮-৭ ছিল ভারতীয় মহিলাদের সবচেয়ে বড় জয়। এ দিন তা ছাপিয়ে গেল তারা। টসে জিতে ফিল্ডিং নেন ভারতীয় ক্যাপ্টেন মিতালী রাজ। প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার ওপেনার গ্রেস হ্যারিসকে (০ রান) তুলে নেন ঝুলন। কয়েক ওভার যেতে না যেতেই অজি ক্যাপ্টেন মেগ ল্যানিংকে বোল্ড করেন শিখা পাণ্ডে। সে সময় অজিদের রান ছিল ১৭-২। এর পর আর ফিরে থাকাতে হয়নি ভারতীয়দের। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে তারা। মিডল অর্ডারের কেউই সে ভাবে রান না পেলেও সাত নম্বরে নেমে অজিদের মুখরক্ষা করেন অ্যালিসা হিলি। মাত্র ১৫ বলে ৪১ রান (৫টা চার ও ২টো ছয়) করেন অজি উইকেটকিপার। মূলত তাঁর ব্যাটিংয়ের জোরে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ১৪০-৫।

Advertisement

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটাও ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মিতালী রাজ। এর পর দলের হাল ধরেন মিডল অর্ডারের ব্যাটসম্যেনেরা। হরমনপ্রীত কউর ভুল্লার (৪৬ রান) এবং ভেদা কৃষ্ণমূর্তি (৩৫ রান) জুটির ফলে বিপদে পড়েনি ভারত। আউট হওয়ার আগে হরমনপ্রীত মাত্র ৩১ বলে ১টি ছয় এবং ৬টি চার দিয়ে ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ম্যাচের সেরাও হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement