মুখোমুখি: ট্রফি নিয়ে ল্যানিং ও হরমনপ্রীত। গেটি ইমেজেস
ওয়ান ডে সিরিজ় অল্পের জন্য হাতছাড়া হয়েছে। গোলাপি বলে দিনরাতের টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে থাকা সত্ত্বেও চার দিনে খেলার মীমাংসা হয়নি। এ বার টি-টোয়েন্টি সিরিজ়। তার আগে চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক
হরমনপ্রীত কৌর।
আজ, বৃহস্পতিবার থেকে শুরু মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ়। তার আগের দিন হরমনপ্রীত জানিয়ে দিয়েছেন, সিরিজ় জিততে মরিয়া তাঁর দল। কোনও রকম আপস করতে চান না। আগ্রাসী ক্রিকেট উপহার দিয়ে সিরিজ় জিতে সফর শেষ করতে চান তিনি। এ দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত বলেছেন, ‘‘ওয়ান ডে ও টেস্ট খেলতে না পারার অভাব অনুভব করেছি। ওয়ান ডের পরে টেস্ট ম্যাচের জন্য আরও কয়েকটি দিন সময় পেলে নিশ্চয়ই সুস্থ হয়ে খেলার চেষ্টা করতাম। কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি সিরিজ় নিয়েই চিন্তা করছে দল।’’ যোগ করেছেন, ‘‘টি-টোয়েন্টি সিরিজ়ের তিনটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে কোনও মূল্যে সিরিজ় জিতে সফর শেষ
করতে চাই।’’
মেয়েদের ক্রিকেটে তিন ফর্ম্যাটের সিরিজ় শুরু হওয়ায় খুশি হরমনপ্রীত। তিনি মনে করেন, যত ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে, ততই উন্নতি করবে প্রত্যেকে। হরমনপ্রীতের কথায়, ‘‘আগে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার পরেই সফর শেষ হয়ে যেত। ইংল্যান্ড সফর থেকে তিনটি ফর্ম্যাটে খেলা হচ্ছে। অনেক বেশি ম্যাচ পাচ্ছে মেয়েরা। ক্রিকেটার হিসেবে উন্নতি করার সুযোগ অনেক বেশি
পাওয়া যাচ্ছে।’’
করোনা আতঙ্কে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলার বিষয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। সবার কথার মধ্যে একটি বিষয় স্পষ্ট, মানসিক ভাবে ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি। হরমনপ্রীতও তাই মনে করেন। বললেন, ‘‘বলয়ের মধ্যে থেকে খেলা কঠিন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে ভাল আর কিছু হয় না। প্রত্যেককেই মানিয়ে নিতে হবে।’’
ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (দুপুর ২.১০ থেকে)। সোনি সিক্স চ্যানেলে সম্প্রচার।