ভারতের রেকর্ড পদক প্রাপ্তি প্যারা এশিয়াডে

পুরুষদের সিঙ্গলস এসএলথ্রি ব্যাডমিন্টন বিভাগে ভারতের প্রমোদ ভগত ২১-১৯, ১৫-২১, ২১-১৪ গেমে ইন্দোনেশিয়ার উকান রুকায়েন্ডিকে হারিয়ে সোনা জিতলেন। এই এসএলথ্রি বিভাগে সাধারণত অংশ নেন শরীরের নিম্নাঙ্গে যাঁদের সমস্যা রয়েছে তাঁরা। পুরোপুরি স্বাভাবিক ভাবে হাঁটতে পারেন না তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৪:৩৮
Share:

দুরন্ত: জাকার্তায় এশীয় আসরেও সফল দীপা মালিক। রয়টার্স

জাকার্তায় এশীয় প্যারা গেমস শেষ হল শনিবার। যেখানে রেকর্ড সংখ্যক ৭২টি পদক জিতল ভারত। ১৫টি সোনা। ২৪টি রুপো। ৩৩টি ব্রোঞ্জ। এই গেমসে যা ভারতীয়দের এখন পর্যন্ত সেরা সাফল্য। ২০১৪ সালে ভারত জিতেছিল ৩৩টি পদক। যার মানে এ বার তার দ্বিগুণ পদক নিয়ে আসছেন অ্যাথলিটরা।

Advertisement

পুরুষদের সিঙ্গলস এসএলথ্রি ব্যাডমিন্টন বিভাগে ভারতের প্রমোদ ভগত ২১-১৯, ১৫-২১, ২১-১৪ গেমে ইন্দোনেশিয়ার উকান রুকায়েন্ডিকে হারিয়ে সোনা জিতলেন। এই এসএলথ্রি বিভাগে সাধারণত অংশ নেন শরীরের নিম্নাঙ্গে যাঁদের সমস্যা রয়েছে তাঁরা। পুরোপুরি স্বাভাবিক ভাবে হাঁটতে পারেন না তাঁরা।

ব্যাডমিন্টনে ভারতকে আর একটি সোনা দিয়েছেন তরুণ। যিনি অংশ নিলেন এসএলফোর বিভাগে। তিনি হারিয়েছেন চিনের ইউইয়াং গাওকে ২১-১৬, ২১-৬ গেমে। এই বিভাগে অংশ নেন তাঁরাই যাঁদের পায়ের অবস্থা তুলনামূলক ভাবে এসএলথ্রি-র প্রতিযোগীদের থেকে ভাল। প্যারা ব্যাডমিন্টনে ভারতকে আর একটি সোনা দিয়েছেন পারুল পারমার। তিনি নামেন মেয়েদের সিঙ্গলসে এসএলথ্রি বিভাগে। অলিম্পিক্সে পদকজয়ী দীপা মালিক তাঁর দ্বিতীয় ব্রোঞ্জটিও জিতেছেন। জাকার্তায় ছিল দাবাও। যেখানে মেয়েদের র‌্যাপিড বিভাগে সোনা জিতেছেন ভারতের কে জেন্নিথা আন্তো। পুরুষদের বিভাগেও সোনাজয়ী এক ভারতীয়। তিনি কর্ণাটকের কিষাণ গাঙ্গোল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement